খুলনা প্রতিনিধি
খুলনার দৌলতপুরে সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আরও দুজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে হত্যার ঘটনায় চারজনকে আটক করা হলো।
ঘটনার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে নতুন আটক করা দুজন হলেন কাজী রায়হান ইসলাম (৩০) ও হাসিব মোল্লা (৩২)। দৌলতপুর থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) দুটি দল আজ বৃহস্পতিবার সকালে পৃথক অভিযান চালিয়ে সাতক্ষীরার তালা উপজেলা থেকে দুজনকে আটক করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, আজ সকালে তালা মহিলা কলেজের পাশের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে রায়হানকে আটক করা হয়।
রায়হানই সিসি ফুটেজে দেখা যাওয়া যুবক কি না—জানতে চাইলে ওসি বলেন, ‘আমরা যে রায়হানকে আটক করেছি, সে ওই ব্যক্তি কি না, তা জিজ্ঞাসাবাদে জানা যাবে। মাহবুব হত্যাকাণ্ডের পর রায়হান এলাকা ছেড়ে পালিয়ে যায়। তার অবস্থান নিশ্চিত হওয়ার জন্য উন্নত প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। তার অবস্থান নিশ্চিত হয়ে সকালে তালা মহিলা কলেজের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে নিয়ে পাইকগাছা উপজেলায় অভিযান চালানো হয়।’
অপদিকে হাসিবকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তালা থেকে আটক করে তাদের কার্যালয়ে নিয়ে আসে।
মহানগর গোয়েন্দা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সিসি ফুটেজ থেকে সংগৃহীত ছবির সঙ্গে হাসিবের চেহারার যথেষ্ট মিল রয়েছে। তবে তিনি সেই যুবক কি না, তা ওই কর্মকর্তা নিশ্চিত করে বলতে পারেননি। তাঁকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে সজল ও আলাউদ্দিন নামের দুই যুবককে আটক করা হয়। তাঁরা এ হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে পুলিশ জানায়।
উল্লেখ্য, বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবকে ১১ জুলাই বেলা দেড়টার দিকে নগরীর মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় নিজের বাড়ির সামনে গুলি ও পায়ের রগ কেটে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের এক দিন পর তাঁর বাবা মো. আব্দুল করিম মোল্লা বাদী হয়ে হত্যা মামলা করেন। হত্যা মিশনে অংশ নেওয়া তিনজনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হলেও এখনো তাঁদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
খুলনার দৌলতপুরে সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আরও দুজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে হত্যার ঘটনায় চারজনকে আটক করা হলো।
ঘটনার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে নতুন আটক করা দুজন হলেন কাজী রায়হান ইসলাম (৩০) ও হাসিব মোল্লা (৩২)। দৌলতপুর থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) দুটি দল আজ বৃহস্পতিবার সকালে পৃথক অভিযান চালিয়ে সাতক্ষীরার তালা উপজেলা থেকে দুজনকে আটক করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, আজ সকালে তালা মহিলা কলেজের পাশের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে রায়হানকে আটক করা হয়।
রায়হানই সিসি ফুটেজে দেখা যাওয়া যুবক কি না—জানতে চাইলে ওসি বলেন, ‘আমরা যে রায়হানকে আটক করেছি, সে ওই ব্যক্তি কি না, তা জিজ্ঞাসাবাদে জানা যাবে। মাহবুব হত্যাকাণ্ডের পর রায়হান এলাকা ছেড়ে পালিয়ে যায়। তার অবস্থান নিশ্চিত হওয়ার জন্য উন্নত প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। তার অবস্থান নিশ্চিত হয়ে সকালে তালা মহিলা কলেজের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে নিয়ে পাইকগাছা উপজেলায় অভিযান চালানো হয়।’
অপদিকে হাসিবকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তালা থেকে আটক করে তাদের কার্যালয়ে নিয়ে আসে।
মহানগর গোয়েন্দা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সিসি ফুটেজ থেকে সংগৃহীত ছবির সঙ্গে হাসিবের চেহারার যথেষ্ট মিল রয়েছে। তবে তিনি সেই যুবক কি না, তা ওই কর্মকর্তা নিশ্চিত করে বলতে পারেননি। তাঁকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে সজল ও আলাউদ্দিন নামের দুই যুবককে আটক করা হয়। তাঁরা এ হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে পুলিশ জানায়।
উল্লেখ্য, বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবকে ১১ জুলাই বেলা দেড়টার দিকে নগরীর মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় নিজের বাড়ির সামনে গুলি ও পায়ের রগ কেটে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের এক দিন পর তাঁর বাবা মো. আব্দুল করিম মোল্লা বাদী হয়ে হত্যা মামলা করেন। হত্যা মিশনে অংশ নেওয়া তিনজনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হলেও এখনো তাঁদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মানববন্ধনে খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল বলেন, ‘দুই মাসে আগে একটি লরির আঘাতে এই ব্রিজের ব্যাপক ক্ষতি হয়। সে সময়ই আমরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু কর্তৃপক্ষের কোনো টনক নড়ছে না। এখন বৃষ্টির কথা বলে কালক্ষেপণ করা হচ্ছে। অবশেষে কোনো উপায় না দেখে আজ রাজপথে
৫ মিনিট আগেচট্টগ্রামে গাড়িতে মালপত্র লোড-আনলোডের সিরিয়াল আগে পাওয়া নিয়ে কলহের জেরে এক ট্রাকচালকের ছুরিকাঘাতে আরেক ট্রাকচালক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রাতে নগরের সদরঘাট থানার সদরঘাট জেটি গেটের সামনে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেবরগুনায় ১ হাজার ১৫০টি ইয়াবাসহ জুয়েল মৃধা (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) ডিবি পুলিশের একটি দল ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি বরগুনা সদর উপজেলার লতাবাড়িয়া গ্রামের সুলতান মৃধার ছেলে।
১ ঘণ্টা আগেমাগুরার মহম্মদপুরে খালে গোসল করতে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলো বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামের মো. সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া (৮), মো. আনারুলের মেয়ে তারিন (৯) এবং মো. তরিকুলের মেয়ে তানহা...
১ ঘণ্টা আগে