Ajker Patrika

রূপসায় জামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী

রূপসা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৩৯
রূপসায় জামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী

খুলনার রূপসায় মরহুম জামাল হালদারের স্মরণে দ্বিতীয় চারদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ সেপ্টেম্বর বিকেলে নারকেলী চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা হয়। খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ এ খেলার উদ্বোধন করেন। 

খেলায় চাঁদপুর এনসি ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পালেরহাট স্বনির্ভর ইউনাইটেড ক্লাব। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রানারআপ দলের শাকিল। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, সাইফুল ইসলাম পাইক, আলী আকবর শেখ ও জাহিদ হাসান। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান সাগর, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ বি এম কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ নজরুল ইসলাম, আওয়ামী লীগের নেতা আল মামুন সরকার, সমাজসেবক এস এম এ মালেক, মাফতুন আহম্মেদ রাজা। 

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আলহাজ আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং আওয়ামী লীগের নেতা মুনীর হোসেন মোল্যার পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, আওয়ামী লীগের নেতা বাহাউদ্দীন, সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মিজান, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম ফকির, শক্তিপদ বসু, মোল্যা তাহিদুল ইসলাম, মোতলেব হালদার, মাধুরী সরকার, শিক্ষক নৃপেন্দ্রনাথ রায়, বাসুদেব পাল, রিপন হালদার, জাফরিনা বেগম, আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস কাজী, আলম খা, মারুফ হালদার, মৃনাল সরকার, শাহনেওয়াজ কবীর টিংকু, রতন মন্ডল, হুসাইন কবীর সজল, জাহাঙ্গীর আলম মিটুল, রেজাউল ইসলাম রেজা, আজাদ শেখ, আজিজুর মোল্যা, জয়দেব সরকার, আনসার মোড়ল, ইখতিয়ার মোল্যা, আরিফ মোল্যা, উত্তম বিশ্বাস, অনাদী রায়, বাকি বিল্লাহ, জেসমিন আক্তার, হাসনা হেনা প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত