দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে মাছের ঘের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হাসানপুর গ্রামে একটি ঘেরে মাছের চাষ ও স্থানীয় ফসলের মাঠ নিয়ন্ত্রণ করে আসছিলেন ওই গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জাহাঙ্গীর ও তাঁর লোকজন। এ নিয়ে তাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের লোকজনের বিবাদ চলছিল।
গত বুধবার ওই গ্রামের আলাল হোসেন আলা মাছের ঘেরে তাঁর জমি আছে দাবি করে বাঁধ দিতে চাইলে জাহাঙ্গীর মেম্বারের লোকজন বাধা দেয়। পরদিন গতকাল বৃহস্পতিবার স্থানীয় আসারত আলী জমিতে পানি দিতে গেলে জাহাঙ্গীর মেম্বারের লোকজন তাঁকেও বাধা দেয়। এর জেরে আজ সকালে আসারত ও আলার নেতৃত্বে গ্রামের শতাধিক লোক লাঠি, রড নিয়ে জাহাঙ্গীর মেম্বারের বাড়িতে হামলা চালায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজনু, তাঁর ভাই হাবিব, জাহাঙ্গীর মেম্বার, তাঁর বাবা নুরুল ইসলাম, ফরহাদ হোসেনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে যুবদল নেতা মজনুর অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীর মেম্বার বলেন, কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা করে। এ ঘটনায় তাঁদের পাঁচজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়ার দৌলতপুরে মাছের ঘের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হাসানপুর গ্রামে একটি ঘেরে মাছের চাষ ও স্থানীয় ফসলের মাঠ নিয়ন্ত্রণ করে আসছিলেন ওই গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জাহাঙ্গীর ও তাঁর লোকজন। এ নিয়ে তাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের লোকজনের বিবাদ চলছিল।
গত বুধবার ওই গ্রামের আলাল হোসেন আলা মাছের ঘেরে তাঁর জমি আছে দাবি করে বাঁধ দিতে চাইলে জাহাঙ্গীর মেম্বারের লোকজন বাধা দেয়। পরদিন গতকাল বৃহস্পতিবার স্থানীয় আসারত আলী জমিতে পানি দিতে গেলে জাহাঙ্গীর মেম্বারের লোকজন তাঁকেও বাধা দেয়। এর জেরে আজ সকালে আসারত ও আলার নেতৃত্বে গ্রামের শতাধিক লোক লাঠি, রড নিয়ে জাহাঙ্গীর মেম্বারের বাড়িতে হামলা চালায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজনু, তাঁর ভাই হাবিব, জাহাঙ্গীর মেম্বার, তাঁর বাবা নুরুল ইসলাম, ফরহাদ হোসেনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে যুবদল নেতা মজনুর অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীর মেম্বার বলেন, কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা করে। এ ঘটনায় তাঁদের পাঁচজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘এম ইলিয়াস আলীর গুমের সঙ্গে যারা জড়িত, যদি আপনারা বিচার করতে সমর্থ না হন, ছাত্রদল নিজ হাতে এর প্রতিশোধ নেবে। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব। এম ইলিয়াস আলীকে যে বা যারা গুম করেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব।’
৩ মিনিট আগেগোপালগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১০ আগস্ট) রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ মিরাজ হোসেনকে (৪০) আসামি করে মামলাটি দায়ের করেছেন।
১১ মিনিট আগেবৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
৪২ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
১ ঘণ্টা আগে