Ajker Patrika

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৯: ৪১
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত

চুয়াডাঙ্গায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সামিনা আক্তার নামের তিন বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সামিনা আক্তার বলদিয়া গ্রামের মাঠপাড়ার শাহাবুদ্দিনের মেয়ে। 

হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি বাবা শাহাবুদ্দিনের সঙ্গে বাড়ির পাশের রাস্তা পার হয়ে মুদি দোকানে যায়। দোকান থেকে ফেরার সময় সামিনা বাবার হাত ছেড়ে দৌড়ে রাস্তা পার হয়। এ সময় আবার রাস্তা পেরিয়ে বাবার কাছে ফিরে আসতে গেলে দ্রুতগতির একটি ট্রাক সামিনাকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় সে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয়দের সাহায্যে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথেই শিশু সামিনার মৃত্যু হয়। 

পুলিশ পরিদর্শক ফজলুর রহমান আরও বলেন, ট্রাকটির সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত