Ajker Patrika

মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০

মাগুরা প্রতিনিধি
মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০

মাগুরা সদর উপজেলা বালিয়াডাঙ্গা গ্রামে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। এ ছাড়া ১০টি বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে বালিয়াডাঙ্গা পশ্চিম পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

বালিয়াডাঙ্গা গ্রামের রশিদ শেখ জানান, দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামের ইউনুস মোল্ল্যা ও রহমত মোল্ল্যার সমর্থকদের বিরোধ চলে আসছে। যার সূত্র ধরে এরআগে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় আলোকদিয়া বাজারে বালিয়াডাঙ্গা গ্রামের বিল্লাল হোসেনের দোকানে গিয়ে রহমত মোল্ল্যার কয়েকজন সমর্থক তার পা কেটে নেওয়ার হুমকি দেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিল্লাল হোসেনের মামাতো ভাই রানা স্থানীয় আলোদিয়া ব্রিজের ওপরে নিয়ে দুখু নামের রহমত মোল্ল্যার এক সমর্থককে মারপিট করে। 

একপর্যায়ে আজ ভোরে রহমত মোল্ল্যা ও ইউনুস মোল্ল্যার সমর্থকেরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় দলের ৩০ জন আহত ও ১০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তিলাব হোসেন (৪৫), বিল্লাল মোল্ল্যা (২৫) পান্নু মোল্ল্যা (২৫), মামুন মিয়া (৪০), জুবায়ের (২৭), ইদ্রি মোল্ল্যা (৫০) আহতদের চিকিৎসা চলছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। 

সংঘর্ষের বিষয়ে মাগুরা সদর থানার ওসি মঞ্জুরুল আলম আজকের পত্রিকা বলেন, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষেরে সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা পেয়েছি। এই ঘটনায় উভয় পক্ষের লোক আহত হয়েছে। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই পক্ষের তিনজন করে মোট ছয়জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত