যশোর প্রতিনিধি
পূর্ব পশ্চিম তরুণ সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক ও অনুসন্ধানী সাংবাদিক আবদুল্লাহ আল ইমরান। পাটকল শ্রমিকদের পটভূমিতে রচিত ‘কালচক্র’ উপন্যাসের মাধ্যমে আলোচনায় আসা এই লেখকের জন্ম ও বেড়ে ওঠা খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে। শৈশব, কৈশোরের মোহগ্রস্ততা থেকে তিনি লিখছেন প্রায় দেড় যুগ।
আজ শুক্রবার সকালে যশোরের আরআরএফ টার্ক সেন্টারে দুই দিনব্যাপী ‘পূর্ব-পশ্চিম সাহিত্য উৎসব’ এর প্রথম দিনে এই পুরস্কার ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার তুলে দেন বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা এবং কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।
ইমরান ছাড়াও দুটি ক্যাটাগরিতে মোট ছয়জন লেখক এবার এ সাহিত্য পুরস্কার পেয়েছেন। পূর্ব পশ্চিম সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক আহমদ মোস্তফা কামাল, কবি ও প্রাবন্ধিক তপন বাগচী এবং কবি আমিনুল ইসলাম। পূর্ব পশ্চিম তরুণ সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক আবদুল্লাহ আল ইমরান, মাহবুব ময়ূখ রিশাদ এবং কবি সেঁজুতি বড়ুয়া।
লেখক আবদুল্লাহ আল ইমরান বলেন, ‘শ্রমিক এলাকার নদীপাড়ে বেড়ে উঠেছি বলে জীবনের বাঁকে বাঁকে নানা অভিজ্ঞতা হয়েছে আমার। সুযোগ হয়েছে প্রান্তিক মানুষের সঙ্গে মেশারও। যাদের জীবনজুড়ে অসংখ্য ঘটনা, অজস্র গল্প। এই গল্পগুলো আমাকে ভাবায়, অভিভূত করে। লিখতে বসলে সেসব মনে পড়ে। মনে পড়ে ফেলে আসা মুখ, মানুষের মানচিত্র। এসবই লিখি আমি, লিখি মানুষের ইতিহাস। এই পুরস্কার আমাকে সে ইতিহাস লিখতে আরও প্রাণিত করবে।’
কালচক্র, দিবানিশি, চন্দ্রলেখাসহ এ পর্যন্ত আবদুল্লাহ আল ইমরানের মোট ৫টি উপন্যাস এবং একটি ছোটগল্পের বই প্রকাশিত হয়েছে। বইগুলো পাঠকমহলে এরই মধ্যে সমাদৃত হয়েছে।
আল ইমরান খুলনা সেন্ট যোজেফস স্কুল থেকে এসএসসি, খুলনা পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে পেশা জীবনে বেছে নেন সাংবাদিকতা।
পূর্ব পশ্চিম তরুণ সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক ও অনুসন্ধানী সাংবাদিক আবদুল্লাহ আল ইমরান। পাটকল শ্রমিকদের পটভূমিতে রচিত ‘কালচক্র’ উপন্যাসের মাধ্যমে আলোচনায় আসা এই লেখকের জন্ম ও বেড়ে ওঠা খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে। শৈশব, কৈশোরের মোহগ্রস্ততা থেকে তিনি লিখছেন প্রায় দেড় যুগ।
আজ শুক্রবার সকালে যশোরের আরআরএফ টার্ক সেন্টারে দুই দিনব্যাপী ‘পূর্ব-পশ্চিম সাহিত্য উৎসব’ এর প্রথম দিনে এই পুরস্কার ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার তুলে দেন বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা এবং কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।
ইমরান ছাড়াও দুটি ক্যাটাগরিতে মোট ছয়জন লেখক এবার এ সাহিত্য পুরস্কার পেয়েছেন। পূর্ব পশ্চিম সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক আহমদ মোস্তফা কামাল, কবি ও প্রাবন্ধিক তপন বাগচী এবং কবি আমিনুল ইসলাম। পূর্ব পশ্চিম তরুণ সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক আবদুল্লাহ আল ইমরান, মাহবুব ময়ূখ রিশাদ এবং কবি সেঁজুতি বড়ুয়া।
লেখক আবদুল্লাহ আল ইমরান বলেন, ‘শ্রমিক এলাকার নদীপাড়ে বেড়ে উঠেছি বলে জীবনের বাঁকে বাঁকে নানা অভিজ্ঞতা হয়েছে আমার। সুযোগ হয়েছে প্রান্তিক মানুষের সঙ্গে মেশারও। যাদের জীবনজুড়ে অসংখ্য ঘটনা, অজস্র গল্প। এই গল্পগুলো আমাকে ভাবায়, অভিভূত করে। লিখতে বসলে সেসব মনে পড়ে। মনে পড়ে ফেলে আসা মুখ, মানুষের মানচিত্র। এসবই লিখি আমি, লিখি মানুষের ইতিহাস। এই পুরস্কার আমাকে সে ইতিহাস লিখতে আরও প্রাণিত করবে।’
কালচক্র, দিবানিশি, চন্দ্রলেখাসহ এ পর্যন্ত আবদুল্লাহ আল ইমরানের মোট ৫টি উপন্যাস এবং একটি ছোটগল্পের বই প্রকাশিত হয়েছে। বইগুলো পাঠকমহলে এরই মধ্যে সমাদৃত হয়েছে।
আল ইমরান খুলনা সেন্ট যোজেফস স্কুল থেকে এসএসসি, খুলনা পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে পেশা জীবনে বেছে নেন সাংবাদিকতা।
বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মোরশেদ (২০) নামের এক জেলে। গুরুতর অসুস্থ অবস্থায় কুয়াকাটার জেলেরা তাঁকে উদ্ধার করেন। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরের পায়রা বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান তাঁকে এফবি বায়েজিদ ট্রলারে হস্তান্তর করেন।
২৫ মিনিট আগেসিলেট সিটি করপোরেশনের এক কর্মচারীর ওপর হামলার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে ওই দিন দুপুরে সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। পরে বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩১ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে তিন নারী-পুরুষকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে তাঁদের চুনারুঘাট থানায় সোপর্দ করে বিজিবি।
৩৪ মিনিট আগেবর্তমানে চিতলমারীতে কর্মরত চিকিৎসক শর্মী রায়ের বিরুদ্ধে এর আগে একই জেলার মোরেলগঞ্জ উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনকালে করোনা মহামারির সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ে বরাদ্দ করা সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
৩৫ মিনিট আগে