কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় হত্যা মামলায় জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার সকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবীর পারভেজ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে তাঁদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের পিপি অনূপ কুমার নন্দী এই তথ্য জানিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে কারশেদ আলম, তাঁর মেজ ভাই হামিদুল ইসলাম ও তাঁর বড় ভাই আসাদুল ইসলামের ছেলে রাসেল। তবে মামলার অন্য আট আসামিকে খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৫ আগস্ট রাতে দৌলতপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আলেক চাঁদের ছেলে শাহাজুল ইসলামকে (২২) পূর্ব শত্রুতার জেরে মাথায় আঘাত করা হয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই বাদী হয়ে ২০১২ সালের ২২ আগস্ট ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।
এ বিষয়ে জানতে চাইলে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনূপ কুমার নন্দী আজকের পত্রিকাকে বলেন, কৃষক শাহাজুল হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তবে মামলার অপর আসামিদের খালাস দেওয়া হয়েছে।
কুষ্টিয়ায় হত্যা মামলায় জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার সকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবীর পারভেজ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে তাঁদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের পিপি অনূপ কুমার নন্দী এই তথ্য জানিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে কারশেদ আলম, তাঁর মেজ ভাই হামিদুল ইসলাম ও তাঁর বড় ভাই আসাদুল ইসলামের ছেলে রাসেল। তবে মামলার অন্য আট আসামিকে খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৫ আগস্ট রাতে দৌলতপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আলেক চাঁদের ছেলে শাহাজুল ইসলামকে (২২) পূর্ব শত্রুতার জেরে মাথায় আঘাত করা হয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই বাদী হয়ে ২০১২ সালের ২২ আগস্ট ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।
এ বিষয়ে জানতে চাইলে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনূপ কুমার নন্দী আজকের পত্রিকাকে বলেন, কৃষক শাহাজুল হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তবে মামলার অপর আসামিদের খালাস দেওয়া হয়েছে।
শেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১৭ মিনিট আগেদগ্ধ ব্যক্তিরা হলেন ওই ভবনের বাসাভাড়া নিয়ে থাকা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের সবুজ শেখ (৪২), দুই ছেলে রবিউল শেখ (১৯), রমজান শেখ (১৩), দুই মেয়ে তাসনিয়া (৬) তাসফিয়া (২) ও বোন ঝুমুর বেগম (৩৮) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরনাজিমউদ্দিন গ্রামের আব্বাস উদ্দীন (৩৯)।
২৫ মিনিট আগেভোলাগঞ্জের পর জাফলংয়েও লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। গত দুই দিন উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে। পরে সেগুলো জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।
৩১ মিনিট আগেসিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের পর সেগুলো ভোলাগঞ্জ ও ধোপাগুল এলাকায় ক্রাশার মেশিনে ভাঙার জন্য স্তূপ করে রাখা হয়। পরে যখন অভিযান শুরু হয়, তখন সেগুলো ওই ব্যবসায়ীরা বালু ও মাটি দিয়ে ঢেকে ফেলেন। আজ শুক্রবার সেখানে অভিযান চালিয়ে পথরগুলো উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে