Ajker Patrika

সাতক্ষীরায় নসিমনের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় নসিমনের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত

সাতক্ষীরায় নছিমনের ধাক্কায় সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান ছোট খোকন (৩০) নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের শিশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নসিমনটি জব্দ করেছে পুলিশ।

নিহত হাবিবুর রহমান সদর উপজেলার কাশেমপুরে গ্রামের মৃত নাসের সরদারের ছেলে। তিনি আগরদাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, প্রতিদিন সকালে হাবিবুর রহমান ছোট খোকন সড়কে হাটতে বের হন। আজ সকালে সাতক্ষীরা-যশোর সড়কের শিশু হাসপাতালের সামনে থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় সাতক্ষীরা শহর থেকে ছেড়ে আসা কাঠবোঝাই একটি নছিমন হাবিবুর রহমানকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে আহত হন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে নছিমনটি জব্দ করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে চাকরির বাজারে কম দামি ১২ ডিগ্রি, কদর বাড়ানোর উপায় কী

পোশাক কারখানায় রাতভর নির্যাতনে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, সহকর্মী গ্রেপ্তার

চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, অভিযোগ শ্রমিক-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত