সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বাড়তি টাকার জন্য রোগীর অ্যাম্বুলেন্স আটকে স্বজনদের পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। টানা তিন ঘন্টা আটকে থাকার পর পুলিশ এসে তাদের উদ্ধার করে। আজ রোববার শহরের সদর হাসপাতালের সামনে বেসরকারি ক্লিনিক হার্ট ফাউন্ডেশনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রোগী মুক্তি বিশ্বাস পাটকেলঘাটা থানার বাউখোলা এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল আলম খাঁন আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীর স্বজনরা থানাতে কল করে বিষয়টি জানায়। পরবর্তীতে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।’
ভুক্তভোগী রোগীর স্বজন টুম্পা বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৮ মার্চ দুপুরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আমার ভাইপো মুক্তি বিশ্বাসকে (৪৫) হার্ট ফাউন্ডেশনে ভর্তি করি। রোগীর অবস্থা অবনতি হলে আজ সকালে আমরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেই। এ সময় হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত ঘোষ ভর্তির সময় বেড ভাড়া এক হাজার ২০০ টাকা চুক্তি থাকলেও এক হাজার ৬০০ টাকা দাবি করেন।’
তিনি বলেন, ‘বেলা ১২টায় আমরা রোগী নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে উঠি। তখন রোগীর ভাই উত্তম বিশ্বাস ম্যানেজারের কাছে টাকা পরিশোধ করতে যান। চুক্তির বাইরে অতিরিক্ত টাকা না দেওয়ায় ম্যানেজার তাকে মারধর করেন।’
উত্তম বিশ্বাস বলেন, ‘আমার কাছে ম্যানেজার অতিরিক্ত দুই হাজার টাকা দাবি করে। আমরা অতিরিক্ত টাকা দিতে রাজি না হওয়ায় অ্যাম্বুলেন্সে আটকে দেয়। টানা তিন ঘন্টা আমাকে তার রুমে আটকে রেখে মারধর করে।’
ওই ক্লিনিকে স্ত্রী চিকিৎসা নিতে আসা আব্দুর রহিম বলেন, ‘আমি হাসপাতালের দ্বিতীয় তলায় ছিলাম। গোলমাল দেখে এসে শুনি এই অবস্থা।’
অভিযোগের বিষয়ে বেসরকারি ক্লিনিক হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘মারধর করিনি। তবে বিল না পেয়ে অ্যাম্বুলেন্স আটকে রেখেছিলাম।’
সাতক্ষীরা জেলা সিভিল সার্জন সজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীর স্বজনরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সাতক্ষীরায় বাড়তি টাকার জন্য রোগীর অ্যাম্বুলেন্স আটকে স্বজনদের পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। টানা তিন ঘন্টা আটকে থাকার পর পুলিশ এসে তাদের উদ্ধার করে। আজ রোববার শহরের সদর হাসপাতালের সামনে বেসরকারি ক্লিনিক হার্ট ফাউন্ডেশনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রোগী মুক্তি বিশ্বাস পাটকেলঘাটা থানার বাউখোলা এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল আলম খাঁন আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীর স্বজনরা থানাতে কল করে বিষয়টি জানায়। পরবর্তীতে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।’
ভুক্তভোগী রোগীর স্বজন টুম্পা বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৮ মার্চ দুপুরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আমার ভাইপো মুক্তি বিশ্বাসকে (৪৫) হার্ট ফাউন্ডেশনে ভর্তি করি। রোগীর অবস্থা অবনতি হলে আজ সকালে আমরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেই। এ সময় হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত ঘোষ ভর্তির সময় বেড ভাড়া এক হাজার ২০০ টাকা চুক্তি থাকলেও এক হাজার ৬০০ টাকা দাবি করেন।’
তিনি বলেন, ‘বেলা ১২টায় আমরা রোগী নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে উঠি। তখন রোগীর ভাই উত্তম বিশ্বাস ম্যানেজারের কাছে টাকা পরিশোধ করতে যান। চুক্তির বাইরে অতিরিক্ত টাকা না দেওয়ায় ম্যানেজার তাকে মারধর করেন।’
উত্তম বিশ্বাস বলেন, ‘আমার কাছে ম্যানেজার অতিরিক্ত দুই হাজার টাকা দাবি করে। আমরা অতিরিক্ত টাকা দিতে রাজি না হওয়ায় অ্যাম্বুলেন্সে আটকে দেয়। টানা তিন ঘন্টা আমাকে তার রুমে আটকে রেখে মারধর করে।’
ওই ক্লিনিকে স্ত্রী চিকিৎসা নিতে আসা আব্দুর রহিম বলেন, ‘আমি হাসপাতালের দ্বিতীয় তলায় ছিলাম। গোলমাল দেখে এসে শুনি এই অবস্থা।’
অভিযোগের বিষয়ে বেসরকারি ক্লিনিক হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘মারধর করিনি। তবে বিল না পেয়ে অ্যাম্বুলেন্স আটকে রেখেছিলাম।’
সাতক্ষীরা জেলা সিভিল সার্জন সজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীর স্বজনরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
২ মিনিট আগেযশোরের অভয়নগরে বিলের মধ্যে সড়কের পাশে অটো ভ্যানের এক চালকের লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে নির্জন জায়গায় নিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত চালকের নাম লিমন শেখ (২৫)। তিনি নওয়াপাড়া পৌর শহরের বুইকরা এলাকার কাসেম শেখের ছেলে।
৬ মিনিট আগেগত শনিবার (৯ আগস্ট) বিকেলে দিনেশ বেসরার খালাতো ভাইয়ের মেয়ের বিবাহের অনুষ্ঠানে মা-বাবার সঙ্গে পূর্ব জয়দেবপুর গ্রামে যায় শিশু লিলিসা। ওই দিন বিকেল ৫টার দিকে অনুষ্ঠানে থাকা অবস্থায় প্রতিবেশী ইলিজাস মার্ডি (প্রধান আসামি) শিশুটিকে দোকান থেকে কিছু কিনে দেওয়ার কথা বলে মায়ের কোল থেকে নিয়ে যান।
৮ মিনিট আগেঅন্তর্বর্তী সরকার সংস্কারের নামে অনেক কমিশন করলেও সেখানে দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দাবিগুলোকে প্রাধান্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। জাতীয় যুব দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ
১২ মিনিট আগে