Ajker Patrika

খুলনায় বিদেশি পিস্তল গুলিসহ গ্রেপ্তার ২ 

খুলনা প্রতিনিধি
খুলনায় বিদেশি পিস্তল গুলিসহ গ্রেপ্তার ২ 

খুলনায় বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। এ সময় সোহাগ হোসেন ও আবদুল্লাহ আল মামুন নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার সোহাগ (৩০) লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার হরিদচর পুরোনো বড়বাড়ির মো. মানিকের ছেলে এবং মামুন (২৫) নগরীর টুটটপাড়ার ৪৯ বায়তুন আমান সড়কের বাসিন্দা মো. জাহাঙ্গীরের ছেলে। 

আজ সোমবার কেএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম। 

তিনি বলেন, ‘গতকাল রোববার রাতে চেকপোস্ট বসিয়ে প্রথমে সন্দেহাতীতভাবে সোহাগের দেহ তল্লাশি করে ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আর্জুর কালভার্ট এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। 

এরপর তাদের সঙ্গে নিয়ে খান বাহাদুর সড়কের মতি মিয়ার মিলের উত্তর পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, আরও ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। 

কেএমপি কর্মকর্তা সরদার রকিবুল ইসলাম আরও বলেন, এসব অস্ত্র মাদক ব্যবসা, ভূমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করত তারা। এ ছাড়া সোহাগ ও মামুনের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’ এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত