Ajker Patrika

ইবির হলে ছাত্রী নির্যাতন: হল কমিটির তদন্ত শুরু, ঘটনা জানতে ৫ শিক্ষার্থীকে তলব

ইবি প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ০৬
ইবির হলে ছাত্রী নির্যাতন: হল কমিটির তদন্ত শুরু, ঘটনা জানতে ৫ শিক্ষার্থীকে তলব

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় হল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির কাজ শুরু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল প্রভোস্টের কার্যালয়ে এ তদন্ত কার্যক্রমের প্রাথমিক কাজ শুরু হয়।

তদন্তের স্বার্থে পাঁচজন আবাসিক শিক্ষার্থীকে পৃথকভাবে ডেকেছে তদন্ত কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন হল প্রভোস্ট অধ্যাপক শামসুল আলম।

নাম না প্রকাশ করার শর্তে তদন্ত কার্যক্রমে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানান, ‘হল কর্তৃপক্ষ আমাকে ওই রাতের ঘটনা সম্পর্কে জানতে চেয়ে ডেকেছিলেন।’ 

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক শামসুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের তদন্ত কমিটির কার্যক্রম শুরু হয়েছে। আমরা পাঁচজন শিক্ষার্থীকে ওই রাতের ঘটনা সম্পর্কে জানার জন্য আলাদাভাবে ডেকেছি।’

এর আগে দুপুর সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নামেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। বাস থেকে নামার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাসে করে তাঁকে হলে নেওয়া হয়।

প্রসঙ্গত, ভুক্তভোগী ও অভিযুক্তদের পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে হল কর্তৃপক্ষ। ওই কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক আহসানুল হককে।  সদস্যরা হলেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত জাহান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মৌমিতা আক্তার। তাঁরা উভয়েই দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক। এ ছাড়া হলের শাখা কর্মকর্তা আব্দুর রাজ্জাকও কমিটিতে রয়েছেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত