ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলা প্রশাসকের দপ্তরে হাতাহাতির ভিডিও ধারণ করায় পাঁচ সাংবাদিককে আটকে রাখার অভিযোগ উঠেছে। এরপর সংবাদ প্রকাশ না করার শর্তে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। এ সময় তাঁদের মোবাইল ফোনে থাকা হাতাহাতির ভিডিওসহ প্রয়োজনীয় সব ভিডিও মুছে (ডিলিট) দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকেরা গতকাল বুধবার (২ নভেম্বর) বিভাগীয় কমিশনারের কাছে বিচার চেয়ে ডাকযোগে লিখিত অভিযোগ পাঠিয়েছেন। তবে এ বিষয়ে বিভাগীয় কমিশনার চিঠি পেয়েছেন কি না, তা জানা যায়নি।
এর আগে সোমবার (৩১ অক্টোবর) ঝিনাইদহ জেলা প্রশাসকের দপ্তরের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিকেরা জানান, ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেনের বিরুদ্ধে তাঁর এলাকার জনসাধারণ একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের তদন্ত চলছিল গত সোমবার (৩১ অক্টোবর) আরডিসি আনিচুল ইসলামের দপ্তরে। অভিযোগকারীরা এবং চেয়ারম্যানের সমর্থকেরা সেখানে ভিড় করেন। নিচে এ সময় চলছিল নবগঙ্গা রক্ষার দাবিতে মানববন্ধন। সংবাদকর্মীরা সেখানে তাঁদের দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন। হঠাৎ তৃতীয় তলায় তদন্তস্থলে চিৎকার শুনে ছুটে যান সংবাদকর্মী আলী হাসান, বাহারুল ইসলাম, মেহেদী হাসান, সম্রাট হোসেন ও আশরাফুল ইসলাম। তাঁরা সেখানে দুই পক্ষের ধাক্কাধাক্কি দেখে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।
তাঁদের ভিডিও ধারণ করতে দেখে ক্ষেপে যান সেখানে উপস্থিত থাকা সিনিয়র সহকারী কমিশনার পার্থ প্রতিম শীল। তিনি তাঁদের হাত থেকে মোবাইল ফোনগুলো ছিনিয়ে নেন। এরপর সেখানে আসেন জেলা প্রশাসকের দপ্তরে কর্মরত প্রশাসনের কর্মকর্তা সালমা সেলিম, রাজীবুল ইসলাম খান ও মো. শরিফুল হক। তাঁরা একে একে মোবাইল ফোনে থাকা সব ভিডিও মুছে (ডিলিট) ফেলেন।
এরপর সাংবাদিকদের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজার কক্ষে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে নানাভাবে প্রশ্ন করে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলেন। একপর্যায়ে ওই দিনের ঘটনায় কোনো সংবাদ লিখবেন না—এই মর্মে মুচলেকা লিখে নিয়ে মুক্তি দেন সাংবাদিকদের।
ভুক্তভোগী সংবাদকর্মী আলী হাসান বলেন, ‘এ ঘটনার পর কেটেছে মানসিক কষ্টে। কাউকে কিছু বলতে পারছি না। প্রশাসনের কর্মকর্তারা লিখে নিয়েছেন এ বিষয়ে কিছু করতে পারব না। তার পরও সবকিছু ভুলে থাকতে পারছি না। সংবাদকর্মীদের ওপর এই নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়ার মতো ঘটনা নয়।’
ভুক্তভোগী আরেক সংবাদকর্মী বাহারুল ইসলাম বলেন, ‘পার্থ প্রতিম শীল আমাদের সঙ্গে যে আচরণ করেছেন তা ভোলার মতো না। ভাবটা এমন ছিল, যেন কোনো চোর ধরে আটকে ফেলেছেন।’
এ বিষয়ে সিনিয়র সহকারী কমিশনার পার্থ প্রতিম শীলের সঙ্গে কথা বললে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না বলে জানান। এ সময় তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার জন্য তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম বলেন, ‘সেখানে কোনো মারামারি হয়নি, হাতাহাতি হয়েছে। সেখানে এসে ভিডিও করা ঠিক হয়নি।’ এ সময় মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে দিয়ে মুচলেকা নিয়ে ছাড়ার বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
এ নিয়ে বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরীর মোবাইল ফোনে কল করা হলে তিনিও ফোন রিসিভ করেননি।
ঝিনাইদহ জেলা প্রশাসকের দপ্তরে হাতাহাতির ভিডিও ধারণ করায় পাঁচ সাংবাদিককে আটকে রাখার অভিযোগ উঠেছে। এরপর সংবাদ প্রকাশ না করার শর্তে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। এ সময় তাঁদের মোবাইল ফোনে থাকা হাতাহাতির ভিডিওসহ প্রয়োজনীয় সব ভিডিও মুছে (ডিলিট) দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকেরা গতকাল বুধবার (২ নভেম্বর) বিভাগীয় কমিশনারের কাছে বিচার চেয়ে ডাকযোগে লিখিত অভিযোগ পাঠিয়েছেন। তবে এ বিষয়ে বিভাগীয় কমিশনার চিঠি পেয়েছেন কি না, তা জানা যায়নি।
এর আগে সোমবার (৩১ অক্টোবর) ঝিনাইদহ জেলা প্রশাসকের দপ্তরের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিকেরা জানান, ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেনের বিরুদ্ধে তাঁর এলাকার জনসাধারণ একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের তদন্ত চলছিল গত সোমবার (৩১ অক্টোবর) আরডিসি আনিচুল ইসলামের দপ্তরে। অভিযোগকারীরা এবং চেয়ারম্যানের সমর্থকেরা সেখানে ভিড় করেন। নিচে এ সময় চলছিল নবগঙ্গা রক্ষার দাবিতে মানববন্ধন। সংবাদকর্মীরা সেখানে তাঁদের দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন। হঠাৎ তৃতীয় তলায় তদন্তস্থলে চিৎকার শুনে ছুটে যান সংবাদকর্মী আলী হাসান, বাহারুল ইসলাম, মেহেদী হাসান, সম্রাট হোসেন ও আশরাফুল ইসলাম। তাঁরা সেখানে দুই পক্ষের ধাক্কাধাক্কি দেখে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।
তাঁদের ভিডিও ধারণ করতে দেখে ক্ষেপে যান সেখানে উপস্থিত থাকা সিনিয়র সহকারী কমিশনার পার্থ প্রতিম শীল। তিনি তাঁদের হাত থেকে মোবাইল ফোনগুলো ছিনিয়ে নেন। এরপর সেখানে আসেন জেলা প্রশাসকের দপ্তরে কর্মরত প্রশাসনের কর্মকর্তা সালমা সেলিম, রাজীবুল ইসলাম খান ও মো. শরিফুল হক। তাঁরা একে একে মোবাইল ফোনে থাকা সব ভিডিও মুছে (ডিলিট) ফেলেন।
এরপর সাংবাদিকদের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজার কক্ষে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে নানাভাবে প্রশ্ন করে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলেন। একপর্যায়ে ওই দিনের ঘটনায় কোনো সংবাদ লিখবেন না—এই মর্মে মুচলেকা লিখে নিয়ে মুক্তি দেন সাংবাদিকদের।
ভুক্তভোগী সংবাদকর্মী আলী হাসান বলেন, ‘এ ঘটনার পর কেটেছে মানসিক কষ্টে। কাউকে কিছু বলতে পারছি না। প্রশাসনের কর্মকর্তারা লিখে নিয়েছেন এ বিষয়ে কিছু করতে পারব না। তার পরও সবকিছু ভুলে থাকতে পারছি না। সংবাদকর্মীদের ওপর এই নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়ার মতো ঘটনা নয়।’
ভুক্তভোগী আরেক সংবাদকর্মী বাহারুল ইসলাম বলেন, ‘পার্থ প্রতিম শীল আমাদের সঙ্গে যে আচরণ করেছেন তা ভোলার মতো না। ভাবটা এমন ছিল, যেন কোনো চোর ধরে আটকে ফেলেছেন।’
এ বিষয়ে সিনিয়র সহকারী কমিশনার পার্থ প্রতিম শীলের সঙ্গে কথা বললে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না বলে জানান। এ সময় তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার জন্য তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম বলেন, ‘সেখানে কোনো মারামারি হয়নি, হাতাহাতি হয়েছে। সেখানে এসে ভিডিও করা ঠিক হয়নি।’ এ সময় মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে দিয়ে মুচলেকা নিয়ে ছাড়ার বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
এ নিয়ে বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরীর মোবাইল ফোনে কল করা হলে তিনিও ফোন রিসিভ করেননি।
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। যদিও অভিযুক্ত বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলছেন, তিনি কখনো অস্ত্র ছুঁয়েও দেখেননি।
১ ঘণ্টা আগে