Ajker Patrika

নিখোঁজের তিন ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
নিখোঁজের তিন ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের চার ঘণ্টা পর হাসান আলী (১৫) নামের এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

এর আগে বেলা ১২টার দিকে হাসান তার তিন বন্ধুকে নিয়ে কুষ্টিয়ার মঙ্গলবাড়ীয়ার গড়াই নদীর বাঁধ এলাকায় নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। 

হাসান আলী শহরের কমলাপুর ওয়াজেদ আলী নূরানী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও শহরতলীর বটতৈল ইউনিয়ন এলাকার রাশিদুল ইসলামের ছেলে।

গোসল করতে নামা সহপাঠী আব্দুল আহাদ বলে, মঙ্গলবাড়িয়া বাঁধের কাছে চার বন্ধু বেলা পৌনে ১২টায় গোসল করতে নামে। এর মধ্যে হাসান হঠাৎ ডুব দিয়ে আর ওঠেনি। তারা খুঁজে না পেয়ে আশপাশের লোকদের খবর দেয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা সবাই সাঁতার জানত বলেও জানায় আব্দুল আহাদ। 

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, নিখোঁজের তিন ঘণ্টা পর ডুবুরি দল ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত