Ajker Patrika

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস ১৬ আগস্ট শুরু

খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস ১৬ আগস্ট শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আগামী ১৬ আগস্ট থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সব বিভাগ স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম টার্মের (সেমিস্টার) ক্লাস শুরু হবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলনকক্ষে অ্যাকাডেমিক সংক্রান্ত মতবিনিময় সভা শেষে এ তথ্য জানানো হয়।

সভায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের অ্যাকাডেমিক ক্যালেন্ডার, ক্লাস, প্রথম বর্ষের ভর্তির অগ্রগতি এবং চলতি দ্বিতীয় টার্মের শিক্ষা কার্যক্রমে অগ্রগতি বিষয়ে আলোচনা হয়। 

সভা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ১৬ আগস্ট থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সব ডিসিপ্লিনের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম টার্মের ক্লাস শুরু হবে। 

এ ছাড়া সভায় উপাচার্য র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে ডিসিপ্লিন প্রধানদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি র‍্যাগিং বিরোধী প্রচারণা বৃদ্ধি ও র‍্যাগিং সম্পর্কে জানাতে শিক্ষার্থীদের জন্য হটলাইন নম্বর চালু করতে ছাত্রবিষয়ক পরিচালকের প্রতি আহ্বান জানান। 

উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অধ্যাপক অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ডিসিপ্লিন প্রধানেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত