আজিজুর রহমান, চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছায় ২০ দিনে উপজেলার অর্ধশতাধিক ব্যক্তি কীটনাশক, আগাছানাশক, হারপিক পানে ও গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের ৩ জন নারী ও ২ বৃদ্ধসহ ৭ জন।
পারিবারিক কলহ, আর্থিক সংকট ও অবসাদের কারণে এসব আত্মহত্যা ও চেষ্টার ঘটনা ঘটেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
আত্মহত্যাচেষ্টার ঘটনায় সর্বশেষ ১৫ আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ব্যাংদহ গ্রামের কুরবান আলী (২৭) ও মসিয়ূর নগর গ্রামের আব্দুর রহমান (১৯) নামের দুজন। এদের মধ্যে কুরবানকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। তিনি আগাছানাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন। অন্যজন আব্দুর রহমান (১৯) ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। সে হাসপাতালে ভর্তি রয়েছে।
এর আগে ১৩ আগস্ট হাসপাতালে ৪ জন ভর্তি হন। তাঁদের মধ্যে মারা যান রুবিনা খাতুন (২৫) নামে এক নারী। তার ৪ বছরের একটি মেয়ে রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে জানা যায়, ১৩ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে রুবিনাকে হাসপাতালে নিয়ে আসলে ডা. সুরাইয়া পারভীন তাঁকে মৃত ঘোষণা করেন। ওই দিনই রাত ১০টায় হাসপাতালে আনা হয় মো. মিঠু (২২) নামে এক যুবককে। মিঠু আগাছানাশক পানে আত্মহত্যার চেষ্টা করে। তিনি উপজেলার সাঞ্চাডাঙ্গা গ্রামের আবু কালামের ছেলে। একই দিন সকালে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি হন উপজেলার বড়কাবিলপুর গ্রামের হারুন-অর রশীদের মেয়ে রুবিনা খাতুন (৩৫) ও পাতিবিলা গ্রামের আব্দুল মালেকের ছেলে সাইফুল ইসলাম (৩২)।
চৌগাছা থানা সূত্র জানা যায়, জুন মাসের শুরু থেকে ১৫ আগস্ট পর্যন্ত থানায় আত্মহত্যার ঘটনায় ১৫টি অপমৃত্যু মামলা হয়েছে। এর মধ্যে জুন মাসে ৪টি ও জুলাই মাসে ৬ টি। আগস্ট মাসের ১৫ তারিখ পর্যন্ত মামলা রেকর্ড হয়েছে ৫ টি। অর্থাৎ আগস্টের ১৫ দিনেই আত্মহত্যার ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আত্মহত্যায় মৃত বেশির ভাগের পরিবার মৃতদের মানসিক সমস্যা ছিল দাবি করে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের দাফনের জন্য থানায় লিখিতভাবে অনুমতি চেয়েছেন। অন্যরা দাবি করেছেন, মৃতরা পেটের পীড়ায় ভুগছিলেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘আত্মহত্যা প্রবণতা বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমরা প্রতিটি আত্মহত্যাকারীর লাশ উদ্ধার করে সুরাতহাল প্রতিবেদন করেছি।’
চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. লুৎফুন্নাহার বলেন, ‘মানসিক অবসাদের কারণেই মানুষ আত্মহত্যা করেন।’
যশোরের চৌগাছায় ২০ দিনে উপজেলার অর্ধশতাধিক ব্যক্তি কীটনাশক, আগাছানাশক, হারপিক পানে ও গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের ৩ জন নারী ও ২ বৃদ্ধসহ ৭ জন।
পারিবারিক কলহ, আর্থিক সংকট ও অবসাদের কারণে এসব আত্মহত্যা ও চেষ্টার ঘটনা ঘটেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
আত্মহত্যাচেষ্টার ঘটনায় সর্বশেষ ১৫ আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ব্যাংদহ গ্রামের কুরবান আলী (২৭) ও মসিয়ূর নগর গ্রামের আব্দুর রহমান (১৯) নামের দুজন। এদের মধ্যে কুরবানকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। তিনি আগাছানাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন। অন্যজন আব্দুর রহমান (১৯) ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। সে হাসপাতালে ভর্তি রয়েছে।
এর আগে ১৩ আগস্ট হাসপাতালে ৪ জন ভর্তি হন। তাঁদের মধ্যে মারা যান রুবিনা খাতুন (২৫) নামে এক নারী। তার ৪ বছরের একটি মেয়ে রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে জানা যায়, ১৩ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে রুবিনাকে হাসপাতালে নিয়ে আসলে ডা. সুরাইয়া পারভীন তাঁকে মৃত ঘোষণা করেন। ওই দিনই রাত ১০টায় হাসপাতালে আনা হয় মো. মিঠু (২২) নামে এক যুবককে। মিঠু আগাছানাশক পানে আত্মহত্যার চেষ্টা করে। তিনি উপজেলার সাঞ্চাডাঙ্গা গ্রামের আবু কালামের ছেলে। একই দিন সকালে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি হন উপজেলার বড়কাবিলপুর গ্রামের হারুন-অর রশীদের মেয়ে রুবিনা খাতুন (৩৫) ও পাতিবিলা গ্রামের আব্দুল মালেকের ছেলে সাইফুল ইসলাম (৩২)।
চৌগাছা থানা সূত্র জানা যায়, জুন মাসের শুরু থেকে ১৫ আগস্ট পর্যন্ত থানায় আত্মহত্যার ঘটনায় ১৫টি অপমৃত্যু মামলা হয়েছে। এর মধ্যে জুন মাসে ৪টি ও জুলাই মাসে ৬ টি। আগস্ট মাসের ১৫ তারিখ পর্যন্ত মামলা রেকর্ড হয়েছে ৫ টি। অর্থাৎ আগস্টের ১৫ দিনেই আত্মহত্যার ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আত্মহত্যায় মৃত বেশির ভাগের পরিবার মৃতদের মানসিক সমস্যা ছিল দাবি করে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের দাফনের জন্য থানায় লিখিতভাবে অনুমতি চেয়েছেন। অন্যরা দাবি করেছেন, মৃতরা পেটের পীড়ায় ভুগছিলেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘আত্মহত্যা প্রবণতা বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমরা প্রতিটি আত্মহত্যাকারীর লাশ উদ্ধার করে সুরাতহাল প্রতিবেদন করেছি।’
চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. লুৎফুন্নাহার বলেন, ‘মানসিক অবসাদের কারণেই মানুষ আত্মহত্যা করেন।’
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো
২০ মিনিট আগেশরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাঁধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৭ ঘণ্টা আগে