মাগুরা প্রতিনিধি
দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে ক্রিকেটার সাকিব আল হাসান জয়লাভ করলেও নৌকার প্রাপ্ত ভোটের সংখ্যা কমেছে। ২০১৮ সালের নির্বাচনে প্রাপ্ত ভোটের তুলনায় এবার কমেছে ৮৩ হাজার। ওই নির্বাচনে অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ১৯৮ ভোট।
পাঁচ বছর পর ২০২৪ সালে দ্বাদশ সংসদ সংসদে সাকিব আল হাসান পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট। প্রদত্ত বৈধ ভোটের হিসাবেও দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে একাদশ সংসদ নির্বাচন থেকে ৯৬ হাজার ২৬১টি কম।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের তথ্য বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
২০১৮ সালের নির্বাচনে মাগুরা–১ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৫০ হাজার ৪৮ জন। পাঁচ বছর পর দ্বাদশ সংসদ নির্বাচনে ৫০ হাজার ৪৩৭ জন ভোটার যোগ হয়ে মোট ভোটার দাঁড়ায় ৪ লাখ ৪৮৫ জনে।
দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটার বাড়লেও বাড়েনি প্রদত্ত মোট বৈধ ভোটের সংখ্যা। ২০১৮ সালে যেখানে বৈধ ভোট ছিল ২ লাখ ৯১ হাজার ৪৮৭টি। সেখানে এবার সাকিব আল হাসানের প্রার্থী হওয়ার পর বৈধ ভোট হয়েছে ১ লাখ ৯৫ হাজার ২২৬টি। মোট ভোটের প্রায় অর্ধেক এবার ভোট দেয়নি বলে হিসাবে উঠে আসে।
মাগুরার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোট পড়েছে কম। এমনকি আওয়ামী লীগের ভোট পুরোপুরি পড়লেও প্রদত্ত ভোট ২ লাখের বেশি হওয়ার কথাও অনেকে মনে করছেন।
অন্যদিকে, ২০১৮ সালে নির্বাচনের প্রেক্ষাপট ও ২০২৪ সালের নির্বাচনে প্রেক্ষাপট বিবেচনা করলে নৌকার ভোট সাকিব আল হাসানের প্রাপ্ত ভোট থেকে বেশি হওয়ার কথা মনে করছেন স্থানীয় ভোটাররা।
সাইদুল মোল্লা নামে সদর এলাকার এক ভোটার বলেন, ‘নৌকার ভোট বেশি হওয়ার কথা। টানা তিনবার সরকার ক্ষমতায়। ভোটার নৌকার ছাড়া আছে কি। মনে হচ্ছে অনেকে ভোটই দিতে কেন্দ্রে যাননি।’ রাজনৈতিক নানা সমীকরণের কথা মনে করিয়ে দিলেন এই ভোটার।
শ্রীপুরের খামারপাড়ার এলাকার নান্নু শেখ বলেন, ‘শ্রীপুরে সাকিব আল হাসান ভোট পেয়েছেন বেশি। বরং সদরের থেকে শ্রীপুরের অন্য দল থেকেও সাকিবকে ভোট দিতে শুনেছি। তবে ২০১৮ সাল থেকে এবারের নির্বাচন সেরকম ভোটার উপস্থিত হয়নি বলে মোট ভোট ও নৌকার ভোট কমেছে।’
দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে ক্রিকেটার সাকিব আল হাসান জয়লাভ করলেও নৌকার প্রাপ্ত ভোটের সংখ্যা কমেছে। ২০১৮ সালের নির্বাচনে প্রাপ্ত ভোটের তুলনায় এবার কমেছে ৮৩ হাজার। ওই নির্বাচনে অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ১৯৮ ভোট।
পাঁচ বছর পর ২০২৪ সালে দ্বাদশ সংসদ সংসদে সাকিব আল হাসান পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট। প্রদত্ত বৈধ ভোটের হিসাবেও দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে একাদশ সংসদ নির্বাচন থেকে ৯৬ হাজার ২৬১টি কম।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের তথ্য বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
২০১৮ সালের নির্বাচনে মাগুরা–১ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৫০ হাজার ৪৮ জন। পাঁচ বছর পর দ্বাদশ সংসদ নির্বাচনে ৫০ হাজার ৪৩৭ জন ভোটার যোগ হয়ে মোট ভোটার দাঁড়ায় ৪ লাখ ৪৮৫ জনে।
দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটার বাড়লেও বাড়েনি প্রদত্ত মোট বৈধ ভোটের সংখ্যা। ২০১৮ সালে যেখানে বৈধ ভোট ছিল ২ লাখ ৯১ হাজার ৪৮৭টি। সেখানে এবার সাকিব আল হাসানের প্রার্থী হওয়ার পর বৈধ ভোট হয়েছে ১ লাখ ৯৫ হাজার ২২৬টি। মোট ভোটের প্রায় অর্ধেক এবার ভোট দেয়নি বলে হিসাবে উঠে আসে।
মাগুরার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোট পড়েছে কম। এমনকি আওয়ামী লীগের ভোট পুরোপুরি পড়লেও প্রদত্ত ভোট ২ লাখের বেশি হওয়ার কথাও অনেকে মনে করছেন।
অন্যদিকে, ২০১৮ সালে নির্বাচনের প্রেক্ষাপট ও ২০২৪ সালের নির্বাচনে প্রেক্ষাপট বিবেচনা করলে নৌকার ভোট সাকিব আল হাসানের প্রাপ্ত ভোট থেকে বেশি হওয়ার কথা মনে করছেন স্থানীয় ভোটাররা।
সাইদুল মোল্লা নামে সদর এলাকার এক ভোটার বলেন, ‘নৌকার ভোট বেশি হওয়ার কথা। টানা তিনবার সরকার ক্ষমতায়। ভোটার নৌকার ছাড়া আছে কি। মনে হচ্ছে অনেকে ভোটই দিতে কেন্দ্রে যাননি।’ রাজনৈতিক নানা সমীকরণের কথা মনে করিয়ে দিলেন এই ভোটার।
শ্রীপুরের খামারপাড়ার এলাকার নান্নু শেখ বলেন, ‘শ্রীপুরে সাকিব আল হাসান ভোট পেয়েছেন বেশি। বরং সদরের থেকে শ্রীপুরের অন্য দল থেকেও সাকিবকে ভোট দিতে শুনেছি। তবে ২০১৮ সাল থেকে এবারের নির্বাচন সেরকম ভোটার উপস্থিত হয়নি বলে মোট ভোট ও নৌকার ভোট কমেছে।’
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৪ ঘণ্টা আগে