Ajker Patrika

মোল্লারহাটে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১৪ 

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৫: ১৪
মোল্লারহাটে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১৪ 

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দুই বাসের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৪ জন। আজ বুধবার উপজেলার খুলনা-মাওয়া মহাসড়কের সরকারি পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রুবেল (২৫) নাটোর জেলার লালপুর উপজেলার উদানপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি বাগেরহাটে একটি এনজিওতে চাকরি করতেন।

আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, ‘আজ সকালে পুকুরপাড় এলাকায় বাগেরহাটগামী ফাল্গুনী পরিবহন ও গোপালগঞ্জগামী রূপসী পরিবহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই বাসের ১৫ যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।’ 

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা বাস দুটি জব্দ করেছি। নিহত যুবকের মরদেহ পুলিশের হেফাজতে আছে। পরিবারের লোকজন এলে লাশ হস্তান্তর করা হবে। আহতদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত