Ajker Patrika

রাত হলেই কুকুরের দখলে থাকে হাসপাতালের বারান্দা

আপডেট : ২৭ জুলাই ২০২১, ১২: ৩৩
রাত হলেই কুকুরের দখলে থাকে হাসপাতালের বারান্দা

মনিরামপুর উপজেলা হাসপাতালের চিকিৎসক ও অন্য স্টাফরা প্রতিদিন বিকেল ৩টার মধ্যে হাসপাতাল ছেড়ে চলে যান। খোলা থাকে শুধু জরুরি বিভাগ। সেখানে একজন চিকিৎসক, একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও একজন ওয়ার্ড বয় দায়িত্বে থাকেন। ফলে রাত গভীর হলেই ফাঁকা থাকে জরুরি বিভাগ। এ সময়টায় হাসপাতালের জরুরি বিভাগের পুরো বারান্দা কয়েকটি কুকুরের দখলে থাকে।

সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন বিকেল ৩টার দিকে হাসপাতাল ছুটির পরপরই কয়েকটি কুকুর বারান্দায় অবস্থান নেয়। মাঝেমধ্যে কিছু সময়ের জন্য বারান্দা ছেড়ে বের হলেও রাত সাড়ে ১০টা থেকে ১১টার দিকে হাসপাতালে ৫-৭টি কুকুর শুয়ে থাকে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বেচ্ছাসেবী বলেন, ‘বর্তমানে প্রতিদিন রাত ১২টা পর্যন্ত একাধিকবার হাসপাতালে রোগীদের খবর নিতে যাওয়া লাগে। প্রায়ই রাতে বারান্দায় কুকুর শুয়ে থাকতে দেখি। কিন্তু কোনো দিন নৈশপ্রহরীর দেখা পাইনি।’

তবে এ ব্যাপারে নৈশপ্রহরী শাহাবুদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রারানী দেবনাথ বলেন, ‘কুকুর সব সময় বারান্দায় ওঠে। প্রায়ই চিকিৎসক, নার্স ও স্টাফরা কুকুর তাড়াই। আমিও কয়েক দিন তাড়িয়েছি।’

নৈশপ্রহরীকে হাসপাতালে না পাওয়ার বিষয়ে জানতে চাইলে ডা. শুভ্রা বলেন, নৈশপ্রহরী শাহাবুদ্দিনের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সে ঠিকমতো ডিউটি করে না। তার বিরুদ্ধে সিভিল সার্জন অফিসেও অভিযোগ জমা আছে। এসব কারণে তার বেতন-বোনাস মাঝে মাঝে বন্ধ থাকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত