Ajker Patrika

মাগুরায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

মাগুরা প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৪: ৩৭
মাগুরায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

মাগুরা সদরের ঢাকা-খুলনা মহাসড়কের লক্ষ্মীকান্দর এলাকায় মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে সাহাজাদ জোয়াদ্দার (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মাগুরার রামনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌতম চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত সাহাজাদ জোয়ার্দ্দার ঝিনাইদহ জেলার পাইকপাড়া গ্রামের মৃত মজিদ জোয়ার্দ্দারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে স্ত্রী ও প্রতিবেশী এক নারীকে নিয়ে ওয়াপদা এলাকায় যাচ্ছিলেন সাহাজাদ জোয়ার্দ্দার। লক্ষ্মীকান্দর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে গুরুতর আহত হন সাহাজাদ। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাগুরার রামনগর হাইওয়ে পুলিশের ওসি গৌতম চন্দ্র মণ্ডল বলেন, লক্ষ্মীকান্দর এলাকায় মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় পণ্যবাহী কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত