Ajker Patrika

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে আটক দুই ভারতীয় নাগরিককে। ছবি: আজকের পত্রিকা
বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে আটক দুই ভারতীয় নাগরিককে। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার দুপুরে কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে চিলমারী ইউনিয়নের আলিমডোবা মাঠ এলাকায় সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন ওই দুই ভারতীয় নাগরিক। এ সময় উপজেলার চিলমারী ইউনিয়নের আলিমডোবা মাঠ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার বিশ্বাসপাড়া গ্রামের মৃত ইমাম বক্সের ছেলে আবু সাঈদ (৫৫) ও মৃত শরৎ হালদারের ছেলে কানু হালদার (৫৫)।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ৮৫/১৩-এস-সংলগ্ন এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে যাচাই-বাছাই শেষে বিএসএফের অনুরোধের ভিত্তিতে মানবিক বিবেচনায় ওই দুই ভারতীয় নাগরিককে তাঁদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় বিজিবি।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান বলেন, ভুলবশত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকেছিলেন ওই দুই ভারতীয় নাগরিক। যথাযথ প্রক্রিয়া মেনে তাঁদের ফেরত দেওয়ার মাধ্যমে বিজিবি তার পেশাদারত্ব, মানবিক মূল্যবোধ ও আন্তসীমান্ত সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত