Ajker Patrika

বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২১, ১২: ৫১
বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মহম্মদপুর (মাগুরা): রাজধানীর মগবাজারে গতকাল শনিবার বিদ্যুতায়িত হয়ে আহাদ মোল্লা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি মাগুরার মহাম্মদপুর উপজেলায়। সে চৌবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাবার নাম রশিদ মোল্লা।

জানা গেছে, আহাদ মোল্লা ঢাকায় দিনমজুরের কাজ করত। বিল্ডিংয়ে টাইলস লাগানোর সময় অসাবধানতা বসত সে বিদ্যুতায়িত হয়। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বড় ভাই ইমরুল মোল্লা।

চৌবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, আহাদ একজন মেধাবী ছাত্র ছিল। করোনা পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ থাকায় পরিবারকে সচ্ছল করতে সে চাকরির উদ্দেশ্যে ঢাকায় যায়। সেখানে বিল্ডিংয়ে টাইলস লাগানোর কাজও পেয়ে যায়। গতকাল শনিবার বিকেলে ঢাকায় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে আহাদের মৃত্যু হয়েছে।

আহাদ মোল্লার মৃত্যুতে স্কুল ও তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মহম্মদপুর থানার ওসি তারেক বিশ্বাস আহাদ মোল্লার মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত