রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে আবু মিয়া নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা নামক স্থান থেকে আজ বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করে রামগড় থানার পুলিশ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল বুধবার বিকেলের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রামগড় থানার পরিদর্শক মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মো. আবু মিয়া রামগড় উপজেলার নুরপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তিনি শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কৃষি গবেষণা কেন্দ্রে কর্মরত ছিলেন।
নিহত আবু মিয়ার জামাতা মোহাম্মদ মাইনুদ্দীন জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বাগানে কাজ করেন। গতকাল দুপুরের খাবার খেয়ে বাগান দেখতে টিলার ওপরে যান। সন্ধ্যা হলেও বাড়ি না আসায় আশপাশে খোঁজ নিয়ে তাঁকে না পেয়ে কৃষি গবেষণা কেন্দ্রের কর্তৃপক্ষকে জানানো হয়। পরে সকালে তল্লাশি করলে টাওয়ার টিলা নামক স্থান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর মাথায় আঘাতের চিহ্ন, কান কাটা অবস্থায় দেখা যায়।
রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম ফয়সলকে এ বিষয়ে জানতে ফোন করা হলে শ্রমিক মার্ডার হয়েছেন বলে ফোন কেটে দেন।
রামগড় থানার পরিদর্শক মনির হোসেন জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করছি। লাশের মাথার বাঁ পাশে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদরে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২৩ আগস্ট পাহাড় অঞ্চল কৃষি গবেষণাকেন্দ্রের মসজিদের অজুখানার পাশ থেকে বাগানের সাবেক শ্রমিক নূর আলমের মরদেহ উদ্ধার করা হয়।
খাগড়াছড়ির রামগড়ে আবু মিয়া নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা নামক স্থান থেকে আজ বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করে রামগড় থানার পুলিশ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল বুধবার বিকেলের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রামগড় থানার পরিদর্শক মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মো. আবু মিয়া রামগড় উপজেলার নুরপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তিনি শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কৃষি গবেষণা কেন্দ্রে কর্মরত ছিলেন।
নিহত আবু মিয়ার জামাতা মোহাম্মদ মাইনুদ্দীন জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বাগানে কাজ করেন। গতকাল দুপুরের খাবার খেয়ে বাগান দেখতে টিলার ওপরে যান। সন্ধ্যা হলেও বাড়ি না আসায় আশপাশে খোঁজ নিয়ে তাঁকে না পেয়ে কৃষি গবেষণা কেন্দ্রের কর্তৃপক্ষকে জানানো হয়। পরে সকালে তল্লাশি করলে টাওয়ার টিলা নামক স্থান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর মাথায় আঘাতের চিহ্ন, কান কাটা অবস্থায় দেখা যায়।
রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম ফয়সলকে এ বিষয়ে জানতে ফোন করা হলে শ্রমিক মার্ডার হয়েছেন বলে ফোন কেটে দেন।
রামগড় থানার পরিদর্শক মনির হোসেন জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করছি। লাশের মাথার বাঁ পাশে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদরে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২৩ আগস্ট পাহাড় অঞ্চল কৃষি গবেষণাকেন্দ্রের মসজিদের অজুখানার পাশ থেকে বাগানের সাবেক শ্রমিক নূর আলমের মরদেহ উদ্ধার করা হয়।
বৃষ্টির কারণে জলাবদ্ধতায় নোয়াখালীর ৯টি উপজেলার ২৯টি সড়কের প্রায় ৪০০ কিলোমিটারের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের কোথাও পিচ ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার খানাখন্দে পানি জমে আছে। এসব পথে যাত্রী ও চালকেরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। এতে দুর্ঘটনাও ঘটছে। চলতি বছরে মে থেকে আগস্ট পর্যন্ত...
১১ মিনিট আগেউজানের ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। এতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে। গতকাল বুধবার প্রায় ৮০০ মিটার দীর্ঘ এই বাঁধের অন্তত ৭০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হুমকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর-লালমনিরহাট সড়ক।
১৫ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
৪ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
৫ ঘণ্টা আগে