Ajker Patrika

খাগড়াছড়িতে এক দিনে সর্বোচ্চ শনাক্তের হার ৬১ শতাংশ

প্রতিনিধি, খাগড়াছড়ি
আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৫: ০৯
খাগড়াছড়িতে এক দিনে সর্বোচ্চ শনাক্তের হার ৬১ শতাংশ

খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় ৪৯টি নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ৬১ দশমিক ৫৪ শতাংশ। আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন নূপুর কান্তি দাশ।

করোনায় শনাক্তের হার ছিল ৬১ দশমিক ৫৪ শতাংশ; যা এযাবৎ সর্বোচ্চ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৪৯ জনের করোনা নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬১ দশমিক ৫৪ শতাংশ; যা এযাবৎ সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এ পর্যন্ত মারা গেছেন ১৫ জন। 

আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলার ১৮, মাটিরাঙ্গার ৪ ও পানছড়ির দুজন।

চলতি মাসে ২ হাজার ৬৭৯ জনের করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৭৬৭ জনের করোনা শনাক্ত হয়। এতে শনাক্তের হার ২৮ দশমিক ৬৩ শতাংশ। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৫০ রোগী ভর্তি আছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২৭ জন ও উপসর্গ নিয়ে ২৩ জন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত