জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাড়ি তল্লাশির নামে দিন-দুপুরে ঘরে প্রবেশ করে নগদ টাকা এবং সোনার গয়না লুট করার অভিযোগ পাওয়া গেছে। জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের ভেরেণ্ডি গ্রামের আনিসুর রহমানের বাড়িতে আজ বুধবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী এবং এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বুধবার বেলা ২টার দিকে আনিসুর রহমানের বাড়িতে দুটি মোটরসাইকেলে, সাদা পোশাকে চারজন লোক গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। তাঁদের হাতে হ্যান্ডকাফ এবং রিভলবার ছিল। তাঁরা বাড়ির সদস্যদের ভয়ভীতি দেখান। এরপর ওই বাড়িতে অবৈধ মালপত্র ও মাদকদ্রব্য আছে, তাই ঘর তল্লাশি করতে হবে জানিয়ে সবাইকে ঘরের বাইরে পাঠিয়ে দেন তাঁরা।
চারজনের মধ্যে একজন ঘরের দরজায় পাহারা দিচ্ছিলেন। প্রায় ৩০ মিনিট পর তাঁরা ঘর থেকে বের হোন। এরপর বাড়ির লোকদের জানান তথ্য ভুল ছিল। তাই চলে যাচ্ছেন বলে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যান।
এরপর আনিসুরের ছেলে জাকারিয়া ও তাঁর পরিবারের লোকজন ঘরে ঢোকেন। সে সময় তাঁরা আলমারির ড্রয়ার খোলা দেখতে পান। ড্রয়ারের ভেতরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার দেখতে পাননি। এরপর ঘটনাটি তাঁরা থানা-পুলিশকে জানিয়ে দেন।
জাকারিয়া জানান, তাঁর বাবা আনিসুর রহমান মাদকাসক্ত এটা গ্রামবাসী সবাই কম-বেশি জানেন। সে কারণে আগেও তাঁদের বাড়িতে ২-৩ বার পুলিশ গিয়েছিল। আজকে বেলা ২টার দিকে সাদা পোশাকে পুলিশ পরিচয় দিয়ে চারজন লোক তাঁদের বাড়িতে ঢোকে। তাঁদের হাতে ছিল হ্যান্ডকাপ ও রিভলবার। তাঁরা যাওয়ার পর দেখতে পান আলমারির ড্রয়ারে রাখা নগদ ৮০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নেই।
তিনি আরও জানান, তাঁদের বাড়ির বাইরের একটি দোকানে সিসিটিভি ক্যামেরা আছে। সেখানে তাঁদের ছবি দেখা গেছে। পুলিশ তদন্ত করলে, তাঁদের শনাক্ত করতে পারবে বলে তিনি আশাবাদী।
কালাই থানার (ওসি) জাহিদ হোসেন রাত ৮টার দিকে আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে বিষয়টি ডাকাতি বা লুটপাটের বলে মনে হয়নি। ওই বাড়ির পার্শ্ববর্তী দোকানের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জয়পুরহাটে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাড়ি তল্লাশির নামে দিন-দুপুরে ঘরে প্রবেশ করে নগদ টাকা এবং সোনার গয়না লুট করার অভিযোগ পাওয়া গেছে। জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের ভেরেণ্ডি গ্রামের আনিসুর রহমানের বাড়িতে আজ বুধবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী এবং এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বুধবার বেলা ২টার দিকে আনিসুর রহমানের বাড়িতে দুটি মোটরসাইকেলে, সাদা পোশাকে চারজন লোক গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। তাঁদের হাতে হ্যান্ডকাফ এবং রিভলবার ছিল। তাঁরা বাড়ির সদস্যদের ভয়ভীতি দেখান। এরপর ওই বাড়িতে অবৈধ মালপত্র ও মাদকদ্রব্য আছে, তাই ঘর তল্লাশি করতে হবে জানিয়ে সবাইকে ঘরের বাইরে পাঠিয়ে দেন তাঁরা।
চারজনের মধ্যে একজন ঘরের দরজায় পাহারা দিচ্ছিলেন। প্রায় ৩০ মিনিট পর তাঁরা ঘর থেকে বের হোন। এরপর বাড়ির লোকদের জানান তথ্য ভুল ছিল। তাই চলে যাচ্ছেন বলে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যান।
এরপর আনিসুরের ছেলে জাকারিয়া ও তাঁর পরিবারের লোকজন ঘরে ঢোকেন। সে সময় তাঁরা আলমারির ড্রয়ার খোলা দেখতে পান। ড্রয়ারের ভেতরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার দেখতে পাননি। এরপর ঘটনাটি তাঁরা থানা-পুলিশকে জানিয়ে দেন।
জাকারিয়া জানান, তাঁর বাবা আনিসুর রহমান মাদকাসক্ত এটা গ্রামবাসী সবাই কম-বেশি জানেন। সে কারণে আগেও তাঁদের বাড়িতে ২-৩ বার পুলিশ গিয়েছিল। আজকে বেলা ২টার দিকে সাদা পোশাকে পুলিশ পরিচয় দিয়ে চারজন লোক তাঁদের বাড়িতে ঢোকে। তাঁদের হাতে ছিল হ্যান্ডকাপ ও রিভলবার। তাঁরা যাওয়ার পর দেখতে পান আলমারির ড্রয়ারে রাখা নগদ ৮০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নেই।
তিনি আরও জানান, তাঁদের বাড়ির বাইরের একটি দোকানে সিসিটিভি ক্যামেরা আছে। সেখানে তাঁদের ছবি দেখা গেছে। পুলিশ তদন্ত করলে, তাঁদের শনাক্ত করতে পারবে বলে তিনি আশাবাদী।
কালাই থানার (ওসি) জাহিদ হোসেন রাত ৮টার দিকে আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে বিষয়টি ডাকাতি বা লুটপাটের বলে মনে হয়নি। ওই বাড়ির পার্শ্ববর্তী দোকানের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হওয়া ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরেক ভাই ও তাদের চাচা। রোববার সকালে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ‘ফেমাস কেমিক্যাল লিমিটেড’ নামক রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় এ পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ঢাকা জোনের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় আজ রোববার একটি মামলা দায়ের করেছেন।
১ ঘণ্টা আগেনন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার দপ্তরের সামনে অনশন কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। অনশন কর্মসূচিতে আনুমানিক ১৫ থেকে ২০ জন শিক্ষক রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাও রয়েছেন।
১ ঘণ্টা আগেনির্বাচন ও রমজানের বিবেচনায় আগামী বছরের একুশে বইমেলা ফেব্রুয়ারি থেকে এগিয়ে এ বছরের ডিসেম্বরে আনা হয়েছে। রাজনৈতিক-সামাজিক অস্থিরতার জেরে গত বইমেলায় অনেক প্রকাশক লোকসান গুনেছেন।
২ ঘণ্টা আগে