প্রতিনিধি, কালাই (জয়পুরহাট)
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রায় দেড় বছর ধরে স্কুল-কলেজ বন্ধ থাকার পর আগামীকাল ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা চালুর ঘোষণা দিয়েছে সরকার। এরই মধ্যে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য প্রস্তুত থাকলেও জয়পুরহাটের কালাইয়ে শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও চার শতাধিক শিক্ষার্থীর মাঝে আনন্দের বদলে চোখে মুখে হতাশা। কেননা শ্রেণিকক্ষ এখনো প্রস্তুত হয়নি বলে অভিযোগ উঠেছে।
১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খোলার ঘোষণা আসার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জোরেশোরে চলছে ধোয়া-মোছার কাজ। কিন্তু কালাইয়ে শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয় এখনো প্রস্তুত হয়নি। সরকারি নির্দেশ অনুযায়ী ক্লাস করতে পারবে কী-না সে নিয়ে আছে শঙ্কায় শিক্ষার্থীরা। তবে, বিদ্যালয় যথাসময়ে খোলা রেখে স্বাস্থ্যবিধি মেনে তাঁরা ক্লাস করার প্রচেষ্টা করছেন এমনটিই দাবি করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
সরেজমিনে শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, মাটির পুরোনো ৫টি শ্রেণিকক্ষ ভেঙে নির্মাণাধীন একতলা একাডেমিক ভবন কাজের জন্য ইট, বালু, সিমেন্ট, রড, মাটির স্তূপ, কাঠের ব্যবহৃত লোহার পেরেকসহ বিভিন্ন সরঞ্জাম মাঠে রাখা আছে। অস্থায়ীভাবে ঢেউটিন দিয়ে দুটি শ্রেণিকক্ষ নির্মাণ করছেন। একটি কক্ষে বেঞ্চের ওপরে বেঞ্চ সাজিয়ে রেখেছেন, সেগুলোর ওপরে পড়েছে ময়লার আস্তর পড়েছে। শ্রেণিকক্ষের জন্য অফিস সংলগ্ন দুটি কক্ষ প্রস্তুত করছেন পাশাপাশি ঢেউটিন দিয়ে অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ করছেন। নতুন ভবনের কাজ চলমান রয়েছে।
শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া আক্তার, জান্নাতুন আক্তার বলেন, অনেক দিন পর স্কুল খুলে দেওয়ার কথা শুনে আনন্দিত হলেও এখন পর্যন্ত শ্রেণিকক্ষ প্রস্তুত না হওয়ায় তিনি শঙ্কিত।
এ বিষয়ে শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন জানান, সরকারি নির্দেশ অনুযায়ী বিদ্যালয় যথাসময়ে খোলা রেখে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করাতে পারবেন বলে তিনি আশা ব্যক্ত করেছেন। এ ছাড়া ঢেউটিন দিয়ে দুটি অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ করছেন এবং অফিস সংলগ্ন দুটি কক্ষ পাঠদানের উপযোগী রয়েছে।
কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. মনোয়ারুল হাসান আজকের পত্রিকাকে জানান, শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সংলগ্ন দুটি কক্ষ প্রস্তুত এবং আরও দুটি অস্থায়ী শ্রেণিকক্ষ আজকে দিনের মধ্যে সম্পূর্ণ হবে বলে প্রতিষ্ঠান প্রধান জানিয়েছেন।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রায় দেড় বছর ধরে স্কুল-কলেজ বন্ধ থাকার পর আগামীকাল ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা চালুর ঘোষণা দিয়েছে সরকার। এরই মধ্যে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য প্রস্তুত থাকলেও জয়পুরহাটের কালাইয়ে শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও চার শতাধিক শিক্ষার্থীর মাঝে আনন্দের বদলে চোখে মুখে হতাশা। কেননা শ্রেণিকক্ষ এখনো প্রস্তুত হয়নি বলে অভিযোগ উঠেছে।
১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খোলার ঘোষণা আসার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জোরেশোরে চলছে ধোয়া-মোছার কাজ। কিন্তু কালাইয়ে শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয় এখনো প্রস্তুত হয়নি। সরকারি নির্দেশ অনুযায়ী ক্লাস করতে পারবে কী-না সে নিয়ে আছে শঙ্কায় শিক্ষার্থীরা। তবে, বিদ্যালয় যথাসময়ে খোলা রেখে স্বাস্থ্যবিধি মেনে তাঁরা ক্লাস করার প্রচেষ্টা করছেন এমনটিই দাবি করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
সরেজমিনে শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, মাটির পুরোনো ৫টি শ্রেণিকক্ষ ভেঙে নির্মাণাধীন একতলা একাডেমিক ভবন কাজের জন্য ইট, বালু, সিমেন্ট, রড, মাটির স্তূপ, কাঠের ব্যবহৃত লোহার পেরেকসহ বিভিন্ন সরঞ্জাম মাঠে রাখা আছে। অস্থায়ীভাবে ঢেউটিন দিয়ে দুটি শ্রেণিকক্ষ নির্মাণ করছেন। একটি কক্ষে বেঞ্চের ওপরে বেঞ্চ সাজিয়ে রেখেছেন, সেগুলোর ওপরে পড়েছে ময়লার আস্তর পড়েছে। শ্রেণিকক্ষের জন্য অফিস সংলগ্ন দুটি কক্ষ প্রস্তুত করছেন পাশাপাশি ঢেউটিন দিয়ে অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ করছেন। নতুন ভবনের কাজ চলমান রয়েছে।
শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া আক্তার, জান্নাতুন আক্তার বলেন, অনেক দিন পর স্কুল খুলে দেওয়ার কথা শুনে আনন্দিত হলেও এখন পর্যন্ত শ্রেণিকক্ষ প্রস্তুত না হওয়ায় তিনি শঙ্কিত।
এ বিষয়ে শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন জানান, সরকারি নির্দেশ অনুযায়ী বিদ্যালয় যথাসময়ে খোলা রেখে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করাতে পারবেন বলে তিনি আশা ব্যক্ত করেছেন। এ ছাড়া ঢেউটিন দিয়ে দুটি অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ করছেন এবং অফিস সংলগ্ন দুটি কক্ষ পাঠদানের উপযোগী রয়েছে।
কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. মনোয়ারুল হাসান আজকের পত্রিকাকে জানান, শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সংলগ্ন দুটি কক্ষ প্রস্তুত এবং আরও দুটি অস্থায়ী শ্রেণিকক্ষ আজকে দিনের মধ্যে সম্পূর্ণ হবে বলে প্রতিষ্ঠান প্রধান জানিয়েছেন।
বগুড়ায় মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগেখাগড়াছড়িতে সড়ক অবরোধের পর এবার আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবরোধ চলাকালে সব পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১৮ মিনিট আগেবাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) নতুন কার্যনির্বাহী (২০২৬-২৭) কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক (অনলাইন) সাহানোয়ার সাইদ শাহীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের সিনিয়র নিউজরুম এডিটর আবু খালিদ।
২১ মিনিট আগেফরিদপুরের ভাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ সংঘর্ষ হয়। এতে জাকু মাতুব্বর (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
৩০ মিনিট আগে