জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে জেলা শহরের নতুনহাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন জাহাঙ্গীর এ আদেশ জারি করেন।
আদেশে বলা হয়েছে, ১ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টায় জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় একই সময়ে বিএনপির দুটি গ্রুপ কাউন্সিল অধিবেশন আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই জয়পুরহাট শহরসহ সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হলো।
ওই আদেশে জয়পুরহাট শহরসহ সদর উপজেলায় ১ নভেম্বর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের সমাবেশ, মিছিল, গণজমায়েত, মাইক ব্যবহার, আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকায় ৫ বা তার বেশি ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই আদেশ অমান্য করলে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম বলেন, বিএনপির দুটি গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে জয়পুরহাট শহরসহ সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
উল্লেখ্য, জয়পুরহাট জেলা বিএনপির বিবদমান দুই গ্রুপের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান গ্রুপ জয়পুরহাট শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান গ্রুপকে বাদ দিয়ে ১ নভেম্বর সদর থানা ও শহর বিএনপির সম্মেলনের ডাক দেয়। এতে শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান গ্রুপের নেতা-কর্মীরা গোলজার রহমান গ্রুপের বিরোধিতা করে ৩০ ও ৩১ অক্টোবর জেলা শহরে মশাল মিছিলসহ প্রতিবাদ সমাবেশ করে। এরপর একই সময় ও স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে তারা।
জয়পুরহাটে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে জেলা শহরের নতুনহাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন জাহাঙ্গীর এ আদেশ জারি করেন।
আদেশে বলা হয়েছে, ১ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টায় জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় একই সময়ে বিএনপির দুটি গ্রুপ কাউন্সিল অধিবেশন আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই জয়পুরহাট শহরসহ সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হলো।
ওই আদেশে জয়পুরহাট শহরসহ সদর উপজেলায় ১ নভেম্বর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের সমাবেশ, মিছিল, গণজমায়েত, মাইক ব্যবহার, আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকায় ৫ বা তার বেশি ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই আদেশ অমান্য করলে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম বলেন, বিএনপির দুটি গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে জয়পুরহাট শহরসহ সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
উল্লেখ্য, জয়পুরহাট জেলা বিএনপির বিবদমান দুই গ্রুপের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান গ্রুপ জয়পুরহাট শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান গ্রুপকে বাদ দিয়ে ১ নভেম্বর সদর থানা ও শহর বিএনপির সম্মেলনের ডাক দেয়। এতে শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান গ্রুপের নেতা-কর্মীরা গোলজার রহমান গ্রুপের বিরোধিতা করে ৩০ ও ৩১ অক্টোবর জেলা শহরে মশাল মিছিলসহ প্রতিবাদ সমাবেশ করে। এরপর একই সময় ও স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে তারা।
চট্টগ্রামে দুই কোম্পানির কাছ থেকে ৬০ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুকমিলা জামানসহ কয়েকজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলা দুটি
২ ঘণ্টা আগেরংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)। গতকাল সোমবার সংগঠনের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগান ও সদস্যসচিব মনোয়ার হোসেন লিটন স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে ঘটনার নিন্দা জানানো হয়।
২ ঘণ্টা আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার খেলায় দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন খেলোয়াড় আহত হন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগেসৌদি আরবের রিয়াদে ফেনীর পরশুরামের প্রবাসী যুবক আবদুস সালাম ভূঁইয়া সজীবকে (২৮) অপহরণ করেছে দুর্বৃত্তরা। লোহার শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠিয়ে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। সজীব উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের আমিনুর রহমান ভূঁইয়ার ছেলে।
২ ঘণ্টা আগে