ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে নায়েব আলী (৬২) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে উপজেলার মালিয়াট গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন।
জানা গেছে, আজ সকাল ১০টার দিকে নায়েব আলী বাড়ির পাশে বসে ছিলেন। এ সময় প্রতিপক্ষের ইউনুছ আলী ও তাঁর ছেলে আল-আমিন এসে তাঁর ওপর হামলা করেন। তাঁরা নায়েব আলীকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে ফেলে রেখে যান। প্রতিবেশীরা বিষয়টি দেখে তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নায়েব আলীর বোনের জমি কিনেছেন প্রতিবেশী ইউনুছ আলী। ওই জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের বিরোধ চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে নায়েব আলীকে পিটিয়ে হত্যা করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা খালিদ হাসান বলেন, নায়েব আলীকে হাসপাতালে আনার আগেই মারা যান। ধারণা করা হচ্ছে, লাঠির আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য বৃদ্ধের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে ঘটনাটি শুনে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে নায়েব আলী (৬২) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে উপজেলার মালিয়াট গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন।
জানা গেছে, আজ সকাল ১০টার দিকে নায়েব আলী বাড়ির পাশে বসে ছিলেন। এ সময় প্রতিপক্ষের ইউনুছ আলী ও তাঁর ছেলে আল-আমিন এসে তাঁর ওপর হামলা করেন। তাঁরা নায়েব আলীকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে ফেলে রেখে যান। প্রতিবেশীরা বিষয়টি দেখে তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নায়েব আলীর বোনের জমি কিনেছেন প্রতিবেশী ইউনুছ আলী। ওই জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের বিরোধ চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে নায়েব আলীকে পিটিয়ে হত্যা করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা খালিদ হাসান বলেন, নায়েব আলীকে হাসপাতালে আনার আগেই মারা যান। ধারণা করা হচ্ছে, লাঠির আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য বৃদ্ধের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে ঘটনাটি শুনে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
পটুয়াখালীর মহিপুরে যৌথ অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৪ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে আলিপুর-মহিপুর মৎস্য বন্দরসংলগ্ন এলাকায় এই অভিযান চালায় কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ। আজ শুক্রবার নিজামপুর কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত
১৮ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ বর্ষার উন্মত্ত ঢেউ উপভোগ করতে সৈকতের জিরো পয়েন্ট থেকে দুই পাশে ভিড় জমান। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে...
২০ মিনিট আগেনাজিরপুরে জাতীয় পার্টির (জাপা) ও স্বেচ্ছাসেবক দলের প্রায় ৫০ নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আজ শুক্রবার উপজেলা জামায়াতের প্রতিনিধি সমাবেশে সহযোগী ফরম পূরণ করে তাঁরা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
৪৩ মিনিট আগেবরিশাল জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইয়্যেদ হোসেন বলেছেন, তাঁদের নেতা-কর্মীদের ওপর আবার হামলা হলে ছাত্রদলকেও ছাত্রলীগের পরিণতি বরণ করতে হবে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে মুলাদী সরকারি কলেজ কর্নারে বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
২ ঘণ্টা আগে