প্রতিনিধি, চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছায় সেপটিক ট্যাংক থেকে মধু ঋষি (৪৬) ও তাঁর ছেলে সাগর ঋষি (২৫) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাঁরা উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের বাসিন্দা। সোমবার সকাল সাড়ে আটটার দিকে চৌগাছা–যশোর সড়ক সংলগ্ন সিংহঝুলি দফাদার বাড়ির হাদিউজ্জামানের সেপটিক ট্যাংক থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ মল্লিকসহ প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে মধু ঋষি ও তাঁর সহযোগীরা ওই সেপটিক ট্যাংকটি পরিষ্কার করতে যান। কোনভাবে মধু ঋষি দেড় ফিট বাই দেড় ফিট মুখ দিয়ে ট্যাংকের মধ্যে পড়ে যান। সংবাদ পেয়ে ৫ / ৭ মিনিট দূরত্বের নিজ বাড়ি থেকে ছেলে সাগর ঋষি ও মধু ঋষির স্ত্রী ঘটনাস্থলে যান। সেখানে যেয়ে মায়ের নির্দেশে ছেলে সাগর ঋষি বাবাকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নেমে আর না উঠলে স্থানীয়রা যশোর ফায়ার সার্ভিসে সংবাদ দেন। তখন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রচেষ্টার পর বাবা-ছেলের লাশ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার বলেন মোবাইল ফোনে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে লিডার দেলোয়ারের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল পাঠাই।
দেলোয়ার বলেন, সকাল সাড়ে সাতটার দিকে সংবাদ পাই একজন ব্যক্তি সেপটিক ট্যাংকে পড়ে গেছেন। পরে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংক থেকে পিতা ও পুত্রের লাশ উদ্ধার করি। তিনি ধারণা করে বলেন, সেপটিক ট্যাংকের গ্যাসে তাঁদের মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার এসআই বিপ্লব সরকার বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ দুটি হেফাজতে নিয়ে সুরাহতল প্রতিবেদন করেছি। তবে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে কিনা এ বিষয়ে তিনি বেলা ১০টা পর্যন্ত জানাতে পারেননি।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসালাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে চৌগাছা থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
যশোরের চৌগাছায় সেপটিক ট্যাংক থেকে মধু ঋষি (৪৬) ও তাঁর ছেলে সাগর ঋষি (২৫) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাঁরা উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের বাসিন্দা। সোমবার সকাল সাড়ে আটটার দিকে চৌগাছা–যশোর সড়ক সংলগ্ন সিংহঝুলি দফাদার বাড়ির হাদিউজ্জামানের সেপটিক ট্যাংক থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ মল্লিকসহ প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে মধু ঋষি ও তাঁর সহযোগীরা ওই সেপটিক ট্যাংকটি পরিষ্কার করতে যান। কোনভাবে মধু ঋষি দেড় ফিট বাই দেড় ফিট মুখ দিয়ে ট্যাংকের মধ্যে পড়ে যান। সংবাদ পেয়ে ৫ / ৭ মিনিট দূরত্বের নিজ বাড়ি থেকে ছেলে সাগর ঋষি ও মধু ঋষির স্ত্রী ঘটনাস্থলে যান। সেখানে যেয়ে মায়ের নির্দেশে ছেলে সাগর ঋষি বাবাকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নেমে আর না উঠলে স্থানীয়রা যশোর ফায়ার সার্ভিসে সংবাদ দেন। তখন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রচেষ্টার পর বাবা-ছেলের লাশ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার বলেন মোবাইল ফোনে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে লিডার দেলোয়ারের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল পাঠাই।
দেলোয়ার বলেন, সকাল সাড়ে সাতটার দিকে সংবাদ পাই একজন ব্যক্তি সেপটিক ট্যাংকে পড়ে গেছেন। পরে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংক থেকে পিতা ও পুত্রের লাশ উদ্ধার করি। তিনি ধারণা করে বলেন, সেপটিক ট্যাংকের গ্যাসে তাঁদের মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার এসআই বিপ্লব সরকার বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ দুটি হেফাজতে নিয়ে সুরাহতল প্রতিবেদন করেছি। তবে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে কিনা এ বিষয়ে তিনি বেলা ১০টা পর্যন্ত জানাতে পারেননি।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসালাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে চৌগাছা থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
গাজীপুর সদর উপজেলা এলাকার ভোটারদের পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় বিপুলসংখ্যক পোলিং অফিসারের কার্ড এবং নির্বাচনী সিল উদ্ধার করা হয়। গতকাল রোববার রাতে সড়কের পাশে ফতুল্লা...
২ মিনিট আগেশ্রমিকদের ন্যায্য বেতন-ভাতা বাড়ানোর দাবিতে পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী বেশ কিছু বাসের চালক-হেলপারসহ শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। জানা গেছে, আজ সোমবার সকাল থেকে এসব রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস...
১২ মিনিট আগেনারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। বিগত সময়ের চেয়ে এবার আরও বেশি সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে।’ স্বরাষ্ট্র উপদেষ্টা...
২৮ মিনিট আগেশিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন হতে পারে না বলে মনে করেন চারটি স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। তাঁরা নির্বাচন কমিশনকে বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
২ ঘণ্টা আগে