Ajker Patrika

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ছিটকে পড়ে শিশুর মৃত্যু, মা আহত

যশোর প্রতিনিধি
ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ছিটকে পড়ে শিশুর মৃত্যু, মা আহত

যশোরে চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে তিন বছরের শিশুসহ থেকে ছিটকে পড়েন মা। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। আহত অবস্থায় মা হাসপাতালে চিকিৎসাধীন।

আজ বুধবার সকালে যশোর সদর উপজেলার নারাঙ্গালী বাজারে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম—তাহসিনা তানিশা (৩)। সে সদর উপজেলার ডুমদিয়া গ্রামের ওসমান গনির মেয়ে এবং আহত লিপি বেগম তাঁর স্ত্রী। 

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকালে লিপি বেগম তাঁর মেয়ে তাহসিনা তানিশাকে নিয়ে ভ্যানে চড়ে সদর উপজেলার দত্তপাড়া থেকে নারাঙ্গালী যাচ্ছিলেন। পথিমধ্যে নারাঙ্গালী বাজারে ভ্যানের চাকার সঙ্গে তাঁর ওড়না পেঁচিয়ে যায়। এ সময় মা ও মেয়ে দুজনই রাস্তার ওপরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সেখানে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশু তানিশার মৃত্যু হয়। লিপি বেগম সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। 

জেনারেল হাসপাতালে কর্তব্যরত যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ভ্যান থেকে ছিটকে পড়ে শিশু তানিশার মৃত্যু হয়েছে। আহত মা লিপি বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত