চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় দুর্নীতি ও জালিয়াতিসহ নানা অভিযোগে দিঘড়ী দাখিল মাদ্রাসার সুপার শাহানাজ পারভীনকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে মাদরাসা অফিস কক্ষে মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে মিটিং করে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে ইউএনও ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান।
এর আগে, ৩ অক্টোবর দুর্নীতিবাজ ও জালিয়াতিকারি মাদরাসা সুপার শাহানাজ পারভীনের পদত্যাগ দাবি করে মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থী, স্থানীয় গ্রামবাসী মাদরাসা মাঠে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে প্রদান করেন।
তাঁদের অভিযোগ সুপার শাহানাজ পারভীন মাদ্রাসাটিতে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জালিয়াতি ও স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়েন। এলাকাবাসীর দাবির মুখে সোমবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে তদন্তে জন্য দিঘড়ী দাখিল মাদ্রাসায় যান। এ সংবাদ পেয়ে এলাকাবাসী দিঘড়ী দাখিল মাদ্রাসা মাঠে উপস্থিত হন। নির্বাহী কর্মকর্তার সামনে মাদ্রাসাটির সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সুপারের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সুপার শাহানাজ পারভীনকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।
এ সময় দিঘড়ী গ্রামের বাসিন্দা ও মাদ্রাসার প্রাক্তন ছাত্র শেখ ফরিদ উদ্দীন, দিঘড়ী গ্রামের বাসিন্দা মাদ্রাসা পরিচালনা কমিটির দাতা সদস্য নজরুল ইসলাম, দিঘড়ী গ্রামের বাসিন্দা ও মাদ্রাসা প্রতিষ্ঠাতা হাসেম আলী, প্রাক্তন ছাত্র শরিফুল ইসলাম, অভিভাবক আইউব হোসেন, প্রাক্তন ছাত্র হাফেজ টিটো রহমান, জামাল হোসেন, মাধবপুর গ্রামের আশিকুর রহমান, কাকুড়িয়া গ্রামের আবু মুছা ও মাস্টার মইনদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর আরও অভিযোগ সুপার শাহানাজ পারভীন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, লুটপাট, মাদ্রাসার বিভিন্ন ফান্ড থেকে অর্থ-আত্মসাৎ, সরকারের দেওয়া কম্পিউটার আত্মসাৎ, জালিয়াতি করে বিভিন্ন পদে নিয়োগ বাণিজ্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ফি আদায়, রাজনৈতিক দাপট প্রদর্শন করেন। তার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে প্রতিষ্ঠানটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এর ফলে ২০২৪ সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসার ২৯ শিক্ষার্থীর মধ্যে ২৭ জনই ফেল করেছে। তাদের দাবি, সুপার মাদ্রাসায় যোগদানের পরই তখনকার সভাপতিদের সঙ্গে যোগসাজশ করে এসব অপকর্ম করেছেন। তার চারিত্রিক অসততার কারণে স্থানীয়রা তাদের সন্তানদের মাদ্রাসায় দিতে চাচ্ছেন না। ফলে প্রতিষ্ঠানটি রক্ষার স্বার্থে তারা সুপার শাহানাজ পারভীনের অপসারণ চাইছেন।
এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুস্মিতা সাহা বলেন, ‘এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সুপার শাহানাজ পারভীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দেবেন। এ কমিটির দেওয়া তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মো. রফিকুজ্জামান বলেন, ‘মাদ্রাসাটির সুপারের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন থেকেই। তবে কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় ব্যবস্থা নেওয়া যায়নি। এবার স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। আমরা তদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যেই রিপোর্ট প্রদান করব। এরপর বিধি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।’
যশোরের চৌগাছায় দুর্নীতি ও জালিয়াতিসহ নানা অভিযোগে দিঘড়ী দাখিল মাদ্রাসার সুপার শাহানাজ পারভীনকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে মাদরাসা অফিস কক্ষে মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে মিটিং করে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে ইউএনও ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান।
এর আগে, ৩ অক্টোবর দুর্নীতিবাজ ও জালিয়াতিকারি মাদরাসা সুপার শাহানাজ পারভীনের পদত্যাগ দাবি করে মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থী, স্থানীয় গ্রামবাসী মাদরাসা মাঠে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে প্রদান করেন।
তাঁদের অভিযোগ সুপার শাহানাজ পারভীন মাদ্রাসাটিতে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জালিয়াতি ও স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়েন। এলাকাবাসীর দাবির মুখে সোমবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে তদন্তে জন্য দিঘড়ী দাখিল মাদ্রাসায় যান। এ সংবাদ পেয়ে এলাকাবাসী দিঘড়ী দাখিল মাদ্রাসা মাঠে উপস্থিত হন। নির্বাহী কর্মকর্তার সামনে মাদ্রাসাটির সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সুপারের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সুপার শাহানাজ পারভীনকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।
এ সময় দিঘড়ী গ্রামের বাসিন্দা ও মাদ্রাসার প্রাক্তন ছাত্র শেখ ফরিদ উদ্দীন, দিঘড়ী গ্রামের বাসিন্দা মাদ্রাসা পরিচালনা কমিটির দাতা সদস্য নজরুল ইসলাম, দিঘড়ী গ্রামের বাসিন্দা ও মাদ্রাসা প্রতিষ্ঠাতা হাসেম আলী, প্রাক্তন ছাত্র শরিফুল ইসলাম, অভিভাবক আইউব হোসেন, প্রাক্তন ছাত্র হাফেজ টিটো রহমান, জামাল হোসেন, মাধবপুর গ্রামের আশিকুর রহমান, কাকুড়িয়া গ্রামের আবু মুছা ও মাস্টার মইনদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর আরও অভিযোগ সুপার শাহানাজ পারভীন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, লুটপাট, মাদ্রাসার বিভিন্ন ফান্ড থেকে অর্থ-আত্মসাৎ, সরকারের দেওয়া কম্পিউটার আত্মসাৎ, জালিয়াতি করে বিভিন্ন পদে নিয়োগ বাণিজ্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ফি আদায়, রাজনৈতিক দাপট প্রদর্শন করেন। তার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে প্রতিষ্ঠানটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এর ফলে ২০২৪ সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসার ২৯ শিক্ষার্থীর মধ্যে ২৭ জনই ফেল করেছে। তাদের দাবি, সুপার মাদ্রাসায় যোগদানের পরই তখনকার সভাপতিদের সঙ্গে যোগসাজশ করে এসব অপকর্ম করেছেন। তার চারিত্রিক অসততার কারণে স্থানীয়রা তাদের সন্তানদের মাদ্রাসায় দিতে চাচ্ছেন না। ফলে প্রতিষ্ঠানটি রক্ষার স্বার্থে তারা সুপার শাহানাজ পারভীনের অপসারণ চাইছেন।
এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুস্মিতা সাহা বলেন, ‘এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সুপার শাহানাজ পারভীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দেবেন। এ কমিটির দেওয়া তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মো. রফিকুজ্জামান বলেন, ‘মাদ্রাসাটির সুপারের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন থেকেই। তবে কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় ব্যবস্থা নেওয়া যায়নি। এবার স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। আমরা তদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যেই রিপোর্ট প্রদান করব। এরপর বিধি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।’
ফরিদপুরে কুমার নদে গোসল করতে গিয়ে দুই নাতিসহ দাদি পানিতে ডুবে যাওয়ার পর দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সোয়াদ নামের সাত বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস বলছে, সন্ধ্যা হওয়ায় উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয়েছে।
২৯ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যালয়ের টিফিনের সময় খাবার কিনতে গিয়ে অটোরিকশার চাপায় আতিকুর রহমান আতিক (৭) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনার পর রাতে তার মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেযশোর শহরে এক নারীকে স্ত্রী দাবি করে টানাটানি ও হাতাহাতিতে জড়ানো সেই দুই পুরুষ জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ও দুপুরে তাঁরা যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এদিকে ওই নারীর ছেলে, ছেলের বউসহ স্বজনেরা দ্বিতীয় স্বামী দাবি করা ব্যক্তিকে শায়েস্তা করতে কারাফটকে অবস্থান নিলে চরম
১ ঘণ্টা আগেসাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী জলজ উদ্ভিদ বৈচিত্র্য মেলা। জলজ উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও স্থায়িত্বশীল ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালীতে এ মেলার আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে