প্রতিনিধি যশোর
রাস্তার সংস্কারকাজকে কেন্দ্র করে যশোরের মণিরামপুরে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের শয়লা বাজারে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, যুবলীগের লোকেরা চাঁদা দাবি করলে এ সংঘর্ষ ঘটে। আর যুবলীগের অভিযোগ, রাস্তায় বালির পরিবর্তে মাটি ফেলায় স্থানীয়রা বাধা দিয়েছে। এসময় তাদের কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়েছে।
আহতরা হলেন স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন (৪২), আব্দুল হালিম (৪১), পথচারী লিয়াকত হোসেন ও এলাহি বক্স। তাদের মধ্যে গুরুতর অবস্থায় বিল্লাল হোসেন ও আব্দুল হালিমকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে রাজগঞ্জ ক্যাম্প পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আবুল বাশার জানান, শয়লাঘাট থেকে রসুলপুর বাজার পর্যন্ত নির্মাণাধীন রাস্তায় তারা বালি দেওয়ার কাজ নেন। রাস্তায় বালি দেওয়ার সময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুবলীগ নেতা তরিকুল ইসলাম, বিল্লাল হোসেন তাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় গত শুক্রবার (১৬ এপ্রিল) চন্টা, আব্দুল্লাহ, বাপ্পী ও মিন্টু নামে তার চারজন লোককে মারপিট করে জিয়াউর ও তার লোকজন। এসময় তারা এস্কেভেটর মেশিন ও চারটি মোটরসাইকেল ভাংচুর করে।
একই ঘটনাকে কেন্দ্র করে রোববার দুপুরে যুবলীগ নেতা বিল্লাল হোসেন, আব্দুস সামাদ, পারভেজ, মোস্তাক মিলে আবুল বাশারের ছেলে রেজাউর রহমানকে মারপিট করে। বিষয়টি নিয়ে তিনি সেদিন বিকালে থানায় মামলা করেন। মামলার বিষয়টি টের টেয়ে সন্ধ্যায় আবার জিয়াউরের লোকজন তার ভাই আব্দুল হালিমকে মারপিট করে। এরপর সংঘর্ষের ঘটনা ঘটে।
চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান অভিযোগ করেন, আবুল বাশার ও চন্টা মিলে নির্মাণাধীন সড়কে বালির পরিবর্তে মাটি দিলে স্থানীয় জনগণ বাধা দেয়। এ ঘটনায় যুবলীগ নেতা তরিকুল ইসলামকে মারপিট করে। ঘটনার দিন তিনিসহ যুবলীগের নেতাকর্মীরা শয়লা বাজারে গেলে তাদের ওপর অতর্কিতে হামলা করা হয়। এতে যুবলীগ নেতা বিল্লাল হোসেন গুরুতর আহত
হন।
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
রাস্তার সংস্কারকাজকে কেন্দ্র করে যশোরের মণিরামপুরে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের শয়লা বাজারে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, যুবলীগের লোকেরা চাঁদা দাবি করলে এ সংঘর্ষ ঘটে। আর যুবলীগের অভিযোগ, রাস্তায় বালির পরিবর্তে মাটি ফেলায় স্থানীয়রা বাধা দিয়েছে। এসময় তাদের কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়েছে।
আহতরা হলেন স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন (৪২), আব্দুল হালিম (৪১), পথচারী লিয়াকত হোসেন ও এলাহি বক্স। তাদের মধ্যে গুরুতর অবস্থায় বিল্লাল হোসেন ও আব্দুল হালিমকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে রাজগঞ্জ ক্যাম্প পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আবুল বাশার জানান, শয়লাঘাট থেকে রসুলপুর বাজার পর্যন্ত নির্মাণাধীন রাস্তায় তারা বালি দেওয়ার কাজ নেন। রাস্তায় বালি দেওয়ার সময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুবলীগ নেতা তরিকুল ইসলাম, বিল্লাল হোসেন তাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় গত শুক্রবার (১৬ এপ্রিল) চন্টা, আব্দুল্লাহ, বাপ্পী ও মিন্টু নামে তার চারজন লোককে মারপিট করে জিয়াউর ও তার লোকজন। এসময় তারা এস্কেভেটর মেশিন ও চারটি মোটরসাইকেল ভাংচুর করে।
একই ঘটনাকে কেন্দ্র করে রোববার দুপুরে যুবলীগ নেতা বিল্লাল হোসেন, আব্দুস সামাদ, পারভেজ, মোস্তাক মিলে আবুল বাশারের ছেলে রেজাউর রহমানকে মারপিট করে। বিষয়টি নিয়ে তিনি সেদিন বিকালে থানায় মামলা করেন। মামলার বিষয়টি টের টেয়ে সন্ধ্যায় আবার জিয়াউরের লোকজন তার ভাই আব্দুল হালিমকে মারপিট করে। এরপর সংঘর্ষের ঘটনা ঘটে।
চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান অভিযোগ করেন, আবুল বাশার ও চন্টা মিলে নির্মাণাধীন সড়কে বালির পরিবর্তে মাটি দিলে স্থানীয় জনগণ বাধা দেয়। এ ঘটনায় যুবলীগ নেতা তরিকুল ইসলামকে মারপিট করে। ঘটনার দিন তিনিসহ যুবলীগের নেতাকর্মীরা শয়লা বাজারে গেলে তাদের ওপর অতর্কিতে হামলা করা হয়। এতে যুবলীগ নেতা বিল্লাল হোসেন গুরুতর আহত
হন।
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
জুলাই আন্দোলনে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় হত্যাচেষ্টা মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সহকারী অধ্যাপক (বিসিএস শিক্ষা) মো. মুকিব মিয়াকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই নির্দেশ দেন।
৬ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে নুর ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ মঙ্গলবার উপজেলার দ্বাড়িকুশি গ্রামের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নুর ইসলাম ওই গ্রামের ইউনুস আলীর ছেলে।
১৩ মিনিট আগেযশোরের মনিরামপুরে সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের পুকুর থেকে এক কিশোরীর বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার রোহিতা বাজারসংলগ্ন ওই পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশে খবর দেন স্থানীয়রা। এর আগে গতকাল সোমবার দুপুরে বাড়ির পাশের এক দোকান থেকে পাউরুটি চুরির অভিযোগ দিয়ে
১৫ মিনিট আগেঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’ আয়োজিত গোলটেবিল বৈঠককে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম তাঁকে কারাগারে পাঠা
২২ মিনিট আগে