ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ রোববার (২২ জুন) দুপুরে জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বকশীগঞ্জ পৌর শহরের খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা মাঠ থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বক্তব্য দেন বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাদ আহমেদ রাজু, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বায়জিদ আলামিন, পৌর ছাত্রদলের সদস্যসচিব আহমেদ সায়েম, ছাত্র-জনতার প্রতিনিধি কাজল খন্দকার। বক্তারা সদ্যঘোষিত বকশীগঞ্জ উপজেলা এনসিপির কমিটিতে আওয়ামী লীগের পুনর্বাসনের দায়ে কমিটি বিলুপ্তির দাবি জানান। এ ছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, ১৩ জুন অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিককে প্রধান সমন্বয়কারী, এমদাদুল হক মিলন ও তৌহিদুজ্জামান তৌহিদকে যুগ্ম সমন্বয়কারী করে উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর থেকে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদকে আওয়ামী লীগের দোসর দাবি করে আসছেন জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধিরা। ছাত্র প্রতিনিধিদের দাবি, কৌশলে এনসিপির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। এরই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করা হয়। এ ব্যাপারে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ বলেন, ‘আমাদের বিরুদ্ধে অযথা অভিযোগ করা হচ্ছে। আমরা আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে কমিটিতে স্থান দিইনি।’
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ রোববার (২২ জুন) দুপুরে জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বকশীগঞ্জ পৌর শহরের খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা মাঠ থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বক্তব্য দেন বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাদ আহমেদ রাজু, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বায়জিদ আলামিন, পৌর ছাত্রদলের সদস্যসচিব আহমেদ সায়েম, ছাত্র-জনতার প্রতিনিধি কাজল খন্দকার। বক্তারা সদ্যঘোষিত বকশীগঞ্জ উপজেলা এনসিপির কমিটিতে আওয়ামী লীগের পুনর্বাসনের দায়ে কমিটি বিলুপ্তির দাবি জানান। এ ছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, ১৩ জুন অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিককে প্রধান সমন্বয়কারী, এমদাদুল হক মিলন ও তৌহিদুজ্জামান তৌহিদকে যুগ্ম সমন্বয়কারী করে উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর থেকে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদকে আওয়ামী লীগের দোসর দাবি করে আসছেন জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধিরা। ছাত্র প্রতিনিধিদের দাবি, কৌশলে এনসিপির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। এরই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করা হয়। এ ব্যাপারে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ বলেন, ‘আমাদের বিরুদ্ধে অযথা অভিযোগ করা হচ্ছে। আমরা আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে কমিটিতে স্থান দিইনি।’
একদিকে কোম্পানির হারিয়ে ফেলা টাকার জন্য অব্যাহত চাপ, অন্যদিকে নিজের আর্থিক দৈনতা ও পরিবারের নানা টানাপোড়েন। এসব থেকে উত্তরণের কোন পথ খুঁজে না পাওয়ার আক্ষেপ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) নিজের অসহায়ত্ব প্রকাশ করে অঝোরে কান্নার পর চলন্ত ট্রেনের নিচে চাপ দিয়ে আত্মহত্যা করেছেন মিঠুন দাস (৩৫)
৮ মিনিট আগেডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গুলশান এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তবে, ঠিক কী অভিযোগে বা কোন মামলার প্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানায়নি পুলিশ।
১১ মিনিট আগেগতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তালতলা জনতা হাউজিংয়ের গেটের সামনে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় বাবলুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যান তিনি।
১৪ মিনিট আগেপাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের পশ্চিম রামনগর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের চলাচলের সড়কটি বিলীন হচ্ছে বড়াল নদে। অতি বৃষ্টির কারণে বড়াল নদের পাশ দিয়ে চলে যাওয়া সড়কটি ভেঙে পড়েছে। সরেজমিনে গত মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা গেছে, বড়াল নদের পশ্চিম পাশে পশ্চিম রামনগর গ্রামে যাতায়াতের সড়কটি বড়াল নদে ধসে পড়েছে
১৬ মিনিট আগে