Ajker Patrika

জামালপুর জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি

জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যুবলীগ জামালপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সহসভাপতি এরশাদ হোসেন সোহেলকে জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম খোকনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের এক স্বাক্ষরে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। গত ২৮ নভেম্বর মাদারগঞ্জ এফএম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল উপস্থিত থেকে উপজেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। পরবর্তীতে জেলা যুবলীগ গত মার্চ মাসে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। 

সাংগঠনিক নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগে কেন্দ্রীয় কমিটির কাছে কমিটিতে থাকা সবার বায়োডাটা দেওয়ার কথা। কিন্তু জামালপুর জেলা কমিটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর কেন্দ্রীয় কমিটিকে কমিটিতে থাকা সবার বায়োডাটা দেয়। যা যুবলীগের সাংগঠনিক নিয়ম বহির্ভূত ভাবে করা হয়েছে। এই অসাংগঠনিক কর্মকাণ্ডে কারণেই জেলা যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে সাময়িক ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। 

এ বিষয়ে জামালপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ আজকের পত্রিকাকে জানিয়েছেন, মাদারগঞ্জের সম্মেলনে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল উপজেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। 

গত মার্চ মাসে জেলা যুবলীগ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগে কমিটিতে আসা সবার বায়োডাটা আগে দেওয়া হয়নি। এ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া জেলা যুবলীগের সহসভাপতি এরশাদ হোসেন সোহেলকে জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম খোকনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধ্যরাতে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

শ্রমিক সংকট মোকাবিলায় থাইল্যান্ডের নজর শ্রীলঙ্কা-বাংলাদেশে

টাঙ্গাইলে মুখোমুখি কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশ, ১৪৪ ধারা জারি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত