জামালপুর প্রতিনিধি
জামালপুর জেনারেল হাসপাতালে রেখে যাওয়া সেই শিশুকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনিক জটিলতা শেষে ১০ দিন পর আজ বৃহস্পতিবার দুপুরে সমাজসেবা অধিদপ্তর এবং জামালপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে তার মা-বাবার কাছে হস্তান্তর করে।
গত ২৭ ফেব্রুয়ারি ২৮ দিন বয়সী এক কন্যা শিশুকে পাশের শয্যার এক নারীর কাছে রেখে মা এবং নানি ওষুধের টাকা আনতে বাড়ি যান। বাড়ি থেকে ফিরতে দেরি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চার কাছে যেতে দেননি তাঁদের। সন্তানকে ফিরে পেতে মা-বাবা শেষ পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হন।
এতদিন শিশুটি হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিল। মা-বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে সমাজসেবা অধিদপ্তর গতকাল বুধবার তাঁদের বাড়ি যায়। সেখানে এলাকার মানুষ ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাঁদের পরিচয় নিশ্চিত হয়। এরপর আজ বেলা ১টার দিকে সমাজসেবা অধিদপ্তর এবং জামালপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করে।
শিশুটিকে বুকে জড়িয়ে তার মা রোকসানা আক্তার বলেন, ‘আমি বাচ্চা রেখে ওষুধের টাকা আনতে বাড়ি গিয়েছিলাম। কিন্তু বাড়ি থেকে ফিরতে দেরি হওয়ায় আমাকে হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি। ১০ দিন আমার বাচ্চার কাছে যেতে পারিনি। বলা হয়েছে, ডিএনএ টেস্ট করে বাচ্চা দেবে। সেটা করতে অনেক দিন লাগবে। কিন্তু মিডিয়া পাশে ছিল বলে তার আগেই বাচ্চাকে কাছে পেলাম।’
শিশুটির বাবা আব্দুল কাদের জিলানী বলেন, ‘আমি নারায়ণগঞ্জে একটি কোম্পানিতে কাজ করি। বাচ্চাকে নিয়ে অনেক ঝামেলা হয়েছে। কিন্তু মিডিয়া পাশে ছিল বলে দ্রুত সময়ে বাচ্চাকে ফিরে পেলাম।’
জামালপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাজু আহমেদ বলেন, বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রচার হওয়ার পর বিষয়টি নজরে আসে। আমরা দ্রুততম সময়ের মধ্যে বাচ্চার মা-বাবাকে শনাক্ত করে তাদের কাছে হস্তান্তর করলাম।’
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বলেন, হাসপাতালে রেখে যাওয়া শিশুর মা-বাবার পরিচয় নিশ্চিত হয়ে আজ তাদের কাছে শিশুটিকে হস্তান্তর করা হলো। শিশুর শারীরিক অবস্থা ভালো আছে।
গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে ২৮ দিন বয়সী শিশু নিশিকে ওজন কম এবং শ্বাসকষ্ট নিয়ে ভর্তি করা হয়।
জামালপুর জেনারেল হাসপাতালে রেখে যাওয়া সেই শিশুকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনিক জটিলতা শেষে ১০ দিন পর আজ বৃহস্পতিবার দুপুরে সমাজসেবা অধিদপ্তর এবং জামালপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে তার মা-বাবার কাছে হস্তান্তর করে।
গত ২৭ ফেব্রুয়ারি ২৮ দিন বয়সী এক কন্যা শিশুকে পাশের শয্যার এক নারীর কাছে রেখে মা এবং নানি ওষুধের টাকা আনতে বাড়ি যান। বাড়ি থেকে ফিরতে দেরি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চার কাছে যেতে দেননি তাঁদের। সন্তানকে ফিরে পেতে মা-বাবা শেষ পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হন।
এতদিন শিশুটি হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিল। মা-বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে সমাজসেবা অধিদপ্তর গতকাল বুধবার তাঁদের বাড়ি যায়। সেখানে এলাকার মানুষ ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাঁদের পরিচয় নিশ্চিত হয়। এরপর আজ বেলা ১টার দিকে সমাজসেবা অধিদপ্তর এবং জামালপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করে।
শিশুটিকে বুকে জড়িয়ে তার মা রোকসানা আক্তার বলেন, ‘আমি বাচ্চা রেখে ওষুধের টাকা আনতে বাড়ি গিয়েছিলাম। কিন্তু বাড়ি থেকে ফিরতে দেরি হওয়ায় আমাকে হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি। ১০ দিন আমার বাচ্চার কাছে যেতে পারিনি। বলা হয়েছে, ডিএনএ টেস্ট করে বাচ্চা দেবে। সেটা করতে অনেক দিন লাগবে। কিন্তু মিডিয়া পাশে ছিল বলে তার আগেই বাচ্চাকে কাছে পেলাম।’
শিশুটির বাবা আব্দুল কাদের জিলানী বলেন, ‘আমি নারায়ণগঞ্জে একটি কোম্পানিতে কাজ করি। বাচ্চাকে নিয়ে অনেক ঝামেলা হয়েছে। কিন্তু মিডিয়া পাশে ছিল বলে দ্রুত সময়ে বাচ্চাকে ফিরে পেলাম।’
জামালপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাজু আহমেদ বলেন, বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রচার হওয়ার পর বিষয়টি নজরে আসে। আমরা দ্রুততম সময়ের মধ্যে বাচ্চার মা-বাবাকে শনাক্ত করে তাদের কাছে হস্তান্তর করলাম।’
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বলেন, হাসপাতালে রেখে যাওয়া শিশুর মা-বাবার পরিচয় নিশ্চিত হয়ে আজ তাদের কাছে শিশুটিকে হস্তান্তর করা হলো। শিশুর শারীরিক অবস্থা ভালো আছে।
গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে ২৮ দিন বয়সী শিশু নিশিকে ওজন কম এবং শ্বাসকষ্ট নিয়ে ভর্তি করা হয়।
সংসারের সচ্ছলতা আনতে ছয় মাস আগে ইতালির যাওয়ার স্বপ্নে বাড়ি ছাড়েন মাদারীপুরের যুবক জীবন ঢালী। কিন্তু ২২ বছর বয়সী এই যুবকের স্বপ্ন আর পূরণ হয়নি। লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আয়োজনে অনিয়মের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় আইন ভঙ্গ করে সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টার ফাইনালের ‘মঞ্চ পরিবেশনা’ কোর্সের পরীক্ষা নির্ধারিত তারিখের আগেই অনুষ্ঠিত হওয়ায় গুরুতর অনিয়ম হয়েছে বলে জানা
২ ঘণ্টা আগেডিঙি নৌকাটির কোনো মাঝি নেই। দু’পাশে বাঁধা শেকলের সঙ্গে ঝুলছে লম্বা দড়ি। এই দড়ি টেনেই প্রতিদিন শিব নদী পার হতে হয় গ্রামবাসীকে। প্রায় ১০০ গজ প্রশস্ত এই নদীই আবার গ্রামের শিশু শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার প্রধান পথ। দিনভর কয়েকশ মানুষ ছাড়াও শতাধিক শিক্ষার্থী এভাবেই পারাপার হয়।
২ ঘণ্টা আগেকক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে জড়োকালে উপকূলীয় এলাকার গহিন পাহাড়ের আস্তানায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর সংশ্লিষ্টরা জানিয়েছেন, উদ্ধারদের মধ্যে কেউ অপহরণ শিকার; আবার কেউ কেউ মালয়েশিয়া যাওয়ার উদ্দ্যেশে এসে সংঘবদ্ধ দালাল চক্রের হাতে
২ ঘণ্টা আগে