Ajker Patrika

হবিগঞ্জ সীমান্ত দিয়ে ফের পুশ ইন, এবার আটক ২২

হবিগঞ্জ ও চুনারুঘাট প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত থেকে আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত থেকে আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জ সীমান্ত দিয়ে ফের পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার রাতে চুনারুঘাট উপজেলার রেমা সীমান্ত দিয়ে ২২ জনকে ঠেলে দেওয়া হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-৫৫ ব্যাটালিয়নের অধীনস্থ রেমা বিওপির ডেবরাবাড়ী এলাকা দিয়ে পুশ ইন করা হয়। তাদের মধ্যে নয়জন পুরুষ, আটজন নারী ও পাঁচটি শিশু রয়েছে। খবর পেয়ে কালেঙ্গা বিওপি বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সবাই বাংলাদেশি নাগরিক এবং তারা কুড়িগ্রামের বাসিন্দা।

আটক ব্যক্তিরা হলো নাগেশ্বরী উপজেলার জোহর আলী, মো. আরিফ, মো. আসাদুল, আছিয়া বেগম, আশরাফুল, জাহানারা, কাকলী, মোছা. আশরাফী, উলিপুরের আমিনুল ইসলাম, মোছা. আফরোজা, ফুলবাড়ীর আব্দুল হামিদ, রেহেনা বেগম, সুজন, হাসি খাতুন, পারভীন, মো. শাহীনুর, হাসানুর, নজরুল ইসলাম, ফাতেমা বেগম, ইমরান হোসেন, সাবিনা ও ইসমাইল হোসেন।

হবিগঞ্জ-৫৫ বিজিবির সহকারী পরিচালক হাবিবুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি করে আদালতে পাঠানো হয়েছে।

বিএসএফ এর আগে ২৬ মে ভোররাতে কালেঙ্গা সীমান্ত ফাঁড়ি এলাকা দিয়ে ১৯ জনকে পুশ ইন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত