কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি ও বংকুরা গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষ হয়। ব্যবসায়িক দেনা-পাওনাকে কেন্দ্র করে উত্তেজনার জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়ায়।
জানা গেছে, বংকুরা গ্রামের রিয়াজুল শেখ কুশলা ইউনিয়নের কান্দি গ্রামের ফারুক হোসেনের কাছ থেকে ভাঙারি ব্যবসার জন্য টাকা ধার নেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় ফারুক বিষয়টি জানান তার শ্বশুর, মাঝবাড়ি গ্রামের আলিনুর দাড়িয়াকে। পরবর্তীতে আলিনুর দাড়িয়া লোকজন নিয়ে রিয়াজুলের কাছে টাকা চাইতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সকাল থেকেই দেশীয় অস্ত্র, ইটপাটকেল নিয়ে উভয়পক্ষ একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া করে। সংঘর্ষে আহতদের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে যৌথবাহিনী গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, সংঘর্ষে জড়িত উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশীদ বলেন, “বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি ও বংকুরা গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষ হয়। ব্যবসায়িক দেনা-পাওনাকে কেন্দ্র করে উত্তেজনার জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়ায়।
জানা গেছে, বংকুরা গ্রামের রিয়াজুল শেখ কুশলা ইউনিয়নের কান্দি গ্রামের ফারুক হোসেনের কাছ থেকে ভাঙারি ব্যবসার জন্য টাকা ধার নেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় ফারুক বিষয়টি জানান তার শ্বশুর, মাঝবাড়ি গ্রামের আলিনুর দাড়িয়াকে। পরবর্তীতে আলিনুর দাড়িয়া লোকজন নিয়ে রিয়াজুলের কাছে টাকা চাইতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সকাল থেকেই দেশীয় অস্ত্র, ইটপাটকেল নিয়ে উভয়পক্ষ একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া করে। সংঘর্ষে আহতদের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে যৌথবাহিনী গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, সংঘর্ষে জড়িত উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশীদ বলেন, “বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সীমান্ত থেকে ছয় বাংলাদেশি জেলেকে ভারতীয় জলদস্যুরা অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে সীমান্তবর্তী মারডাঙ্গা ও হরিণটানা খাল থেকে তাঁদের অপহরণ করা হয়।
৩ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে নৌকা চুরির অভিযোগে মাটি কাটার শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর শাশুড়ি আসমা বেগম আজ বুধবার দুপুরে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
৯ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালের এক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কলাবাগান থানার সাবেক সহসভাপতি সাদাফ আহমেদ অনিককে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেছেন জামায়াতপন্থী এক আইনজীবী। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক শুনানি করে
৩০ মিনিট আগেফরিদপুরের সদরপুরে দুস্থদের মধ্যে ১০ টাকায় এক পিস করে ইলিশ বিতরণের সময় লুটপাটের ঘটনা ঘটেছে। মাছ না পেয়ে হতদরিদ্র অনেকে ক্ষুব্ধ হয়ে ঘেরাও করে রাখেন বিতরণকারীকে। আজ বুধবার দুপুরে উপজেলা সদরের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে