টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিরল রোগে আক্রান্ত কিশোর হাফিজুর মোল্লা বাকুর (১৬) চিকিৎসার দায়িত্ব নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন অর রশিদ ওই কিশোরের চিকিৎসায় ১০ হাজার টাকার নগদ অনুদান দিয়েছেন।
বিরল রোগে আক্রান্ত কিশোর ওই গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে। আজ সোমবার উপজেলার কুশলী গ্রামে গিয়ে ওই কিশোরের বাবার হাতে নগদ অর্থ তুলে দেন এবং উন্নত চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন ওই সমাজসেবা কর্মকর্তা।
মো. হারুন অর রশিদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সমাজসেবার ইউনিট রয়েছে। আমাদের এই ইউনিটের মাধ্যমে বাকুকে ওই হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। আশা করি এখান থেকে চিকিৎসা পেয়ে সে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। চিকিৎসা গ্রহণের প্রাথমিক খরচ হিসেবে তাকে আমরা ১০ হাজার টাকার অনুদান দিয়েছি। অনুদান পাওয়ার আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যে আমরা তাকে এই অনুদানের টাকা দিয়েছি।’
বাকুর মা রুহিয়া বেগম বলেন, ‘আমার ছেলে জন্মের পর থেকে সুস্থ জীবন যাপন করছিল। বয়স ১০ বছর হওয়ার পর সে এই রোগে আক্রান্ত হয়। স্কুলে যেতে পারেনি। এখন ভ্যান চালিয়ে কোনো রকমে জীবিকা নির্বাহ করে। তাকে ডাক্তার দেখিয়েছিলাম, ২ লাখ টাকা চেয়েছিল। আমাদের কাছে টাকা নেই, তাই চিকিৎসা করাতে পারিনি। এখন সমাজসেবা অধিদপ্তর তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে। তারা আমাদের ১০ হাজার টাকা দিয়েছে। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছে। আমরা সেখানে তাকে ভর্তি করাব।’
কিশোর বাকু বলে, ‘এই রোগে আক্রান্ত হওয়ার কারণে পড়াশোনা করতে পারিনি। মাঝে মাঝে জ্বর হয়। পায়ে ব্যথা হয়। পা খুব ফুলে যাওয়ায় কাজ করতে অসুবিধা হয়। সমাজসেবা অধিদপ্তর আমার কথা জানতে পেরে আমার পাশে এসে দাঁড়িয়েছে। তারা আমার চিকিৎসার সব ব্যবস্থা করে দিতে চেয়েছেন। আমি চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরতে চাই।’
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিরল রোগে আক্রান্ত কিশোর হাফিজুর মোল্লা বাকুর (১৬) চিকিৎসার দায়িত্ব নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন অর রশিদ ওই কিশোরের চিকিৎসায় ১০ হাজার টাকার নগদ অনুদান দিয়েছেন।
বিরল রোগে আক্রান্ত কিশোর ওই গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে। আজ সোমবার উপজেলার কুশলী গ্রামে গিয়ে ওই কিশোরের বাবার হাতে নগদ অর্থ তুলে দেন এবং উন্নত চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন ওই সমাজসেবা কর্মকর্তা।
মো. হারুন অর রশিদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সমাজসেবার ইউনিট রয়েছে। আমাদের এই ইউনিটের মাধ্যমে বাকুকে ওই হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। আশা করি এখান থেকে চিকিৎসা পেয়ে সে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। চিকিৎসা গ্রহণের প্রাথমিক খরচ হিসেবে তাকে আমরা ১০ হাজার টাকার অনুদান দিয়েছি। অনুদান পাওয়ার আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যে আমরা তাকে এই অনুদানের টাকা দিয়েছি।’
বাকুর মা রুহিয়া বেগম বলেন, ‘আমার ছেলে জন্মের পর থেকে সুস্থ জীবন যাপন করছিল। বয়স ১০ বছর হওয়ার পর সে এই রোগে আক্রান্ত হয়। স্কুলে যেতে পারেনি। এখন ভ্যান চালিয়ে কোনো রকমে জীবিকা নির্বাহ করে। তাকে ডাক্তার দেখিয়েছিলাম, ২ লাখ টাকা চেয়েছিল। আমাদের কাছে টাকা নেই, তাই চিকিৎসা করাতে পারিনি। এখন সমাজসেবা অধিদপ্তর তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে। তারা আমাদের ১০ হাজার টাকা দিয়েছে। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছে। আমরা সেখানে তাকে ভর্তি করাব।’
কিশোর বাকু বলে, ‘এই রোগে আক্রান্ত হওয়ার কারণে পড়াশোনা করতে পারিনি। মাঝে মাঝে জ্বর হয়। পায়ে ব্যথা হয়। পা খুব ফুলে যাওয়ায় কাজ করতে অসুবিধা হয়। সমাজসেবা অধিদপ্তর আমার কথা জানতে পেরে আমার পাশে এসে দাঁড়িয়েছে। তারা আমার চিকিৎসার সব ব্যবস্থা করে দিতে চেয়েছেন। আমি চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরতে চাই।’
ভারতের আসাম থেকে কয়েক শ বছর আগে বাংলাদেশে এসে বসতি গড়ে খাসিয়া উপজাতির মানুষ। বসবাসের জন্য সিলেটের পাহাড়ি এলাকায় বন বিভাগের জমিতে নির্মাণ করে বসতঘর। তাদের পাড়াগুলো পুঞ্জি হিসেবে পরিচিত। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় এমন ৬১টি পুঞ্জি রয়েছে খাসিয়াদের।
৮ মিনিট আগে২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
৪১ মিনিট আগেযশোরের মনিরামপুরের রোহিতায় সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের পুকুর থেকে এক কিশোরীর (১৩) লাশ উদ্ধারের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। কিশোরীর বাবা মাওলানা আইনুল হক নিজেই মেয়েকে দোকান থেকে রুটি চুরির অপরাধে শ্বাসরোধে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেন।
১ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। গতকাল বুধবার প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে ঠিক করা হয়েছে, অতিসত্বর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিমানবন্দরের...
১ ঘণ্টা আগে