টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি ছয়তলা ভবনের কক্ষে লাশটি পাওয়া যায়।
মৃত ওই নিরাপত্তাকর্মীর নাম মুকাদ্দাস হোসাইন (৩৬)। তিনি শরীয়তপুর জেলার ডামুড্ডা থানার সিড্যা গ্রামের মোফাজ্জল হোসাইনের ছেলে। তিনি টঙ্গী ক্যাপিটাল ডেভেলপমেন্ট লিমিটেড (সিডিএল) নামের একটি মার্কেটের নিরাপত্তাকর্মী (সুপারভাইজার) হিসেবে কাজ করতেন। মুকাদ্দাস টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছয়তলা ভবনের একটি কক্ষ ভাড়া নিয়ে বাস করতেন।
থানার উপপরিদর্শক (এসআই) মুসাব্বির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মুকাদ্দাস আজ কাজে যাননি। এ জন্য মুকাদ্দাসের সহকর্মীরা বিকেলে তাঁর বাসায় যান। পরে তাঁকে কক্ষের বাইরে থেকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন। এ সময় জানালা দিয়ে ওই কক্ষের ভেতর মুকাদ্দাসের ঝুলন্ত নিথর দেহ দেখতে পান তাঁরা। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ। টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।
গাজীপুরের টঙ্গীতে এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি ছয়তলা ভবনের কক্ষে লাশটি পাওয়া যায়।
মৃত ওই নিরাপত্তাকর্মীর নাম মুকাদ্দাস হোসাইন (৩৬)। তিনি শরীয়তপুর জেলার ডামুড্ডা থানার সিড্যা গ্রামের মোফাজ্জল হোসাইনের ছেলে। তিনি টঙ্গী ক্যাপিটাল ডেভেলপমেন্ট লিমিটেড (সিডিএল) নামের একটি মার্কেটের নিরাপত্তাকর্মী (সুপারভাইজার) হিসেবে কাজ করতেন। মুকাদ্দাস টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছয়তলা ভবনের একটি কক্ষ ভাড়া নিয়ে বাস করতেন।
থানার উপপরিদর্শক (এসআই) মুসাব্বির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মুকাদ্দাস আজ কাজে যাননি। এ জন্য মুকাদ্দাসের সহকর্মীরা বিকেলে তাঁর বাসায় যান। পরে তাঁকে কক্ষের বাইরে থেকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন। এ সময় জানালা দিয়ে ওই কক্ষের ভেতর মুকাদ্দাসের ঝুলন্ত নিথর দেহ দেখতে পান তাঁরা। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ। টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।
রাজধানীর রমনা থানার মগবাজার ওয়্যারলেস এলাকা থেকে প্রতারণা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নুর উদ্দিন ওরফে জাহাঙ্গীর (৩৭)।
৫ মিনিট আগেনর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৮ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নে সম্পত্তিগত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ছোট ভাইসহ তিনজনকে আটক করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে পূর্ব চাঁদপুর গ্রামের খাসের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগেহোমনা বাজারের কাশীনাথ সাহার চা দোকানের সামনের এই রাস্তাটি অত্যন্ত ব্যস্ত। ভাঙা স্ল্যাবের কারণে প্রায়ই হেঁটে চলাচলকারী মানুষ ড্রেনের গর্তে পড়ে আহত হচ্ছেন। শুধু মানুষ নয়, সিএনজি ও অটোরিকশার মতো ছোট যানবাহনও প্রায়ই এই গর্তে আটকে যায়।
৪০ মিনিট আগে