Ajker Patrika

হত্যা মামলায় গাসিকের সাবেক কাউন্সিলর কারাগারে

গাজীপুর প্রতিনিধি
গাসিকের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা
গাসিকের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাবেক কাউন্সিলর রাশেদুজ্জামান জুয়েল মণ্ডলকে (৪৯) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাঁকে গাজীপুর মহানগরীর গাছা থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, ২০২৪ সালে গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় হওয়া একাধিক মামলায় রাশেদুজ্জামান জুয়েল মণ্ডল এজাহারনামীয় আসামি। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে ডিএমপির গোয়েন্দা বিভাগের পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডেমরা থেকে তাঁকে গ্রেপ্তারের পর গাছা থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে হত্যার একাধিক মামলা রয়েছে। গাছা থানায়ও তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে।

ওসি আরও জানান, মামলা তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদনসহ তাঁকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তোর সময় শেষ, যা খাওয়ার খেয়ে নে’—হুমকির ৩ দিন পরেই বাবলাকে হত্যা

‘চিটাংঅর মইদ্যে সরোয়াইজ্জা মরিব’— ফোনে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের চেলা রায়হানের হুমকি

সরকারি ছুটি ২৮ দিন, ১১ দিনই শুক্র-শনিবার

বিএনপি মহাসচিবকে ফোন করে বলেছিলাম, আমরা একটু আলোচনায় বসি: জামায়াত নেতা তাহের

জাহানারার যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখবে বিসিবি

এলাকার খবর
Loading...