Ajker Patrika

শশুরবাড়ি যাওয়ার আগেই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

শশুরবাড়ি যাওয়ার আগেই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে একমাস আগে রূপা আক্তার নামে এক তরুণীর বিয়ে হয়েছিল পাশের কালীগঞ্জ উপজেলায়। বিয়ের পর বাবার বাড়িতেই থাকতেন তিনি। আগামী জুন মাসে নববধূকে শশুরবাড়ি তুলে নেওয়ার কথা ছিল। কিন্তু আজ সোমবার রাত ৮টার দিকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। 

শ্রীপুর পৌরসভার দারগারচালা গ্রামের আওয়ালের মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। রূপা আক্তার (১৮) দরগারচালা গ্রামের কামাল উদ্দিন সরকারের কন্যা। সম্প্রতি তাঁর বিয়ে হয়েছিল কালীগঞ্জ উপজেলার আওড়াখালী গ্রামে। তাঁর স্বামীর নাম মো. তানজিন। 

রূপার বাবা কামাল উদ্দিন সরকার বলেন, ‘একমাস আগে মেয়ের বিয়ে হয়েছে। আগামী জুন মাসের ২০ তারিখ রূপাকে শশুরবাড়ি তুলে নেওয়ার কথা ছিল। কিন্তু আজ রাতে ৮টার দিকে রূপা খালি বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে। কি কারণে রূপা মারা গেছে এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।’ 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

শ্বশুরবাড়ি যাওয়া হলো না জাবি শিক্ষক মৌমিতার

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত