গাজীপুরের শ্রীপুরে নয়ন শেখ (৩০) এক ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় যুবলীগ নেতা ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। ধাওয়ার একপর্যায়ে নয়ন পুকুরে পরে গেলে সেখানেই তাঁকে পিটিয়ে হত্যা করা হয় বলে জানা গেছে। ঘটনার পর পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কাওরাইদ বাজারে এ ঘটনা ঘটে। নিহত নয়ন শেখ কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। তিনি বেলদিয়া গ্রামের আবদুল শেখের ছেলে।
কাওরাইদ গ্রামের তরুণ রানা নামের এক ব্যক্তি বলেন, 'গতকাল বিকেলে কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দুই পক্ষ খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই হাতাহাতির ঘটনায় খেলোয়াড়দের একটি পক্ষ আরেক পক্ষকে দায়ী করে। পরে নয়ন শেখকে সুরাহার জন্য বলে তাঁরা। পরে নয়ন শেখ কাওরাইদ ইউনিয়ন যুবলীগ নেতা খায়রুল মীরের ছেলে অনুভবক (১৪) ডেকে তাঁর অফিস নিয়ে মারধর করে।'
নয়ন শেখের বড় ভাই রতন শেখ বলেন, 'ওই ঘটনায় গতকাল সন্ধ্যার পর কাওরাইদ বাজার দেশীয় অস্ত্র হাতে মহড়া দেয় খায়রুল মীরের কর্মীরা। পরে রাত সাড়ে আটটার দিকে নয়নকে দলীর কার্যালয়ে প্রায় ঘণ্টা খানিক আটকে রাখে তারা। একপর্যায়ে দলের কার্যালয়ের ভেতরে তাঁর ওপর হামলা করে খায়রুলসহ তাঁর লোকজন। সেখান থেকে দৌড়ে পালানোর সময় নয়নকে ধাওয়া করে তাঁরা। ধাওয়ার পর পাশে রেলওয়ের একটি পুকুরে পড়ে গেলে সেখানে তাঁকে পিটিয়ে হত্যা করেন তারা।'
তবে অভিযোগ প্রসঙ্গে জানতে যুবলীগ নেতা খায়রুল মীরের ব্যবহৃত মোবাইল নম্বরে কল দেওয়া হলে 'বিপ্লব' নামে এক ব্যক্তি ফোন ধরে বলেন, 'হত্যাকাণ্ডের সঙ্গে খায়রুল মীর বা তাঁর কোনো লোক জড়িত নয়। খায়রুল নিজেই হামলার শিকার হয়ে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।'
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ সেখান পৌঁছে পুকুর থেকে মরদেহ উদ্ধার করেছে। জড়িতদের খোঁজ নেওয়া হচ্ছে।'
গাজীপুরের শ্রীপুরে নয়ন শেখ (৩০) এক ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় যুবলীগ নেতা ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। ধাওয়ার একপর্যায়ে নয়ন পুকুরে পরে গেলে সেখানেই তাঁকে পিটিয়ে হত্যা করা হয় বলে জানা গেছে। ঘটনার পর পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কাওরাইদ বাজারে এ ঘটনা ঘটে। নিহত নয়ন শেখ কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। তিনি বেলদিয়া গ্রামের আবদুল শেখের ছেলে।
কাওরাইদ গ্রামের তরুণ রানা নামের এক ব্যক্তি বলেন, 'গতকাল বিকেলে কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দুই পক্ষ খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই হাতাহাতির ঘটনায় খেলোয়াড়দের একটি পক্ষ আরেক পক্ষকে দায়ী করে। পরে নয়ন শেখকে সুরাহার জন্য বলে তাঁরা। পরে নয়ন শেখ কাওরাইদ ইউনিয়ন যুবলীগ নেতা খায়রুল মীরের ছেলে অনুভবক (১৪) ডেকে তাঁর অফিস নিয়ে মারধর করে।'
নয়ন শেখের বড় ভাই রতন শেখ বলেন, 'ওই ঘটনায় গতকাল সন্ধ্যার পর কাওরাইদ বাজার দেশীয় অস্ত্র হাতে মহড়া দেয় খায়রুল মীরের কর্মীরা। পরে রাত সাড়ে আটটার দিকে নয়নকে দলীর কার্যালয়ে প্রায় ঘণ্টা খানিক আটকে রাখে তারা। একপর্যায়ে দলের কার্যালয়ের ভেতরে তাঁর ওপর হামলা করে খায়রুলসহ তাঁর লোকজন। সেখান থেকে দৌড়ে পালানোর সময় নয়নকে ধাওয়া করে তাঁরা। ধাওয়ার পর পাশে রেলওয়ের একটি পুকুরে পড়ে গেলে সেখানে তাঁকে পিটিয়ে হত্যা করেন তারা।'
তবে অভিযোগ প্রসঙ্গে জানতে যুবলীগ নেতা খায়রুল মীরের ব্যবহৃত মোবাইল নম্বরে কল দেওয়া হলে 'বিপ্লব' নামে এক ব্যক্তি ফোন ধরে বলেন, 'হত্যাকাণ্ডের সঙ্গে খায়রুল মীর বা তাঁর কোনো লোক জড়িত নয়। খায়রুল নিজেই হামলার শিকার হয়ে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।'
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ সেখান পৌঁছে পুকুর থেকে মরদেহ উদ্ধার করেছে। জড়িতদের খোঁজ নেওয়া হচ্ছে।'
কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে গেলেও নাগরিক সেবা পৌঁছায়নি কাঙ্ক্ষিত মানে। তীব্র জনবলসংকটে স্থবির হয়ে পড়েছে সেবা কার্যক্রম। ২৪২টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত মাত্র ৬৭ জন। ফলে নগরীর ১২ লাখ বাসিন্দা প্রতিদিন ভোগান্তির মুখে পড়ছেন। তিন মেয়রের আমল ও প্রশাসকদের দায়িত্বকালেও
৩ ঘণ্টা আগেগাইবান্ধা শহরের ভিএইড সড়কে অবস্থিত কেএন রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৬৩ বছর আগে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টির আশপাশে ঘনবসতি। সে হিসেবে শ্রেণিকক্ষগুলো শিক্ষার্থী ঠাসা থাকার কথা। কিন্তু বাস্তবতা ভিন্ন। শিশুশ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মাত্র ৪০ জন শিক্ষার্থী রয়েছে এ বিদ্যালয়ে।
৩ ঘণ্টা আগেকুমিল্লা নগরীর চর্থা এলাকার যে ঐতিহাসিক প্রাসাদ একসময় রাজপরিবারের গৌরবময় স্মৃতি বহন করত, আজ তা অবহেলা আর ভগ্নদশার চিহ্ন বহন করছে। তবে পরিস্থিতি বদলাতে যাচ্ছে শিগগির। সংস্কারের মাধ্যমে এই প্রাসাদ গড়ে তোলা হবে শিল্প ও সংগীতচর্চার এক অনন্য কেন্দ্র হিসেবে। বাংলার ভাটিয়ালি থেকে হিন্দি চলচ্চিত্রের কালজয়ী
৩ ঘণ্টা আগেইলিশের ভরা মৌসুম শেষের দিকে। কিন্তু এবার মোকামে নেই আগের মতো ইলিশের দেখা; দামও অস্বাভাবিক। এসবের মধ্যেই অক্টোবরের প্রথম সপ্তাহে মা ইলিশ রক্ষায় আবারও ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এসব নিয়ে হতাশ জেলে, ব্যবসায়ী এবং ভোক্তাদের প্রশ্ন, ঝাঁকে ঝাঁকে ইলিশ কি এ বছর আর মিলবে না।
৩ ঘণ্টা আগে