গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম নারী মেয়র জায়েদা খাতুন কাল সোমবার দায়িত্বভার গ্রহণ করবেন। আজ রোববার এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।
২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তিন বছর পর ২০২১ সালে মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত হন। পরে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান নগরীর ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। এর আগে ২০১৩ সালে প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত অধ্যাপক মান্নান বরখাস্ত হলে ২৭ মাস ১৩ দিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন তিনি।
ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, ‘আজকে আমি চলে যাচ্ছি। আগামীকাল নতুন মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন জায়েদা খাতুন। তিনি যদি মনে করেন সহযোগিতা দরকার, আমরা তাঁকে সহযোগিতা করব।’
কিরণ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দুবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন। এই জন্য তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেছি।’
ভারপ্রাপ্ত মেয়র আরও বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনে বেহাল অবস্থা ছিল। সেই দশা থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাওনা পরিশোধ করার পরেও ৮০ কোটি ৯৮ লাখ টাকা রাজস্ব জমা করেছি। এটি এখন দেশের মধ্যে অন্যতম সচ্ছল সিটি করপোরেশন।’
এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শফিউল আজম, সচিব আব্দুল হান্নান, প্যানেল মেয়র আব্দুল আলিম, আয়েশা আক্তার, কাউন্সিলরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তাঁর প্রাপ্ত ভোট ছিল ২ লাখ ৩৮ হাজার ৯৩৪টি। জায়েদা খাতুন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা।
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম নারী মেয়র জায়েদা খাতুন কাল সোমবার দায়িত্বভার গ্রহণ করবেন। আজ রোববার এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।
২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তিন বছর পর ২০২১ সালে মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত হন। পরে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান নগরীর ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। এর আগে ২০১৩ সালে প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত অধ্যাপক মান্নান বরখাস্ত হলে ২৭ মাস ১৩ দিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন তিনি।
ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, ‘আজকে আমি চলে যাচ্ছি। আগামীকাল নতুন মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন জায়েদা খাতুন। তিনি যদি মনে করেন সহযোগিতা দরকার, আমরা তাঁকে সহযোগিতা করব।’
কিরণ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দুবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন। এই জন্য তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেছি।’
ভারপ্রাপ্ত মেয়র আরও বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনে বেহাল অবস্থা ছিল। সেই দশা থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাওনা পরিশোধ করার পরেও ৮০ কোটি ৯৮ লাখ টাকা রাজস্ব জমা করেছি। এটি এখন দেশের মধ্যে অন্যতম সচ্ছল সিটি করপোরেশন।’
এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শফিউল আজম, সচিব আব্দুল হান্নান, প্যানেল মেয়র আব্দুল আলিম, আয়েশা আক্তার, কাউন্সিলরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তাঁর প্রাপ্ত ভোট ছিল ২ লাখ ৩৮ হাজার ৯৩৪টি। জায়েদা খাতুন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচার জমে উঠেছে অভিনবত্বে। কেউ গান গেয়ে ভোট চাইছেন। কেউ মুদ্রার আদলে তৈরি করেছেন প্রচারপত্র। কারও কাছে ডাকটিকিটের মতো কাগজ; আবার কেউ পুলিশের পোশাক পরে ভিডিও বানিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। কেউ পত্রিকার আঙ্গিকে প্রচারপত্র তৈরি করেছেন
২২ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক নিয়োগপ্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, সমাজবিজ্ঞান এবং মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগে নিয়োগের ক্ষেত্রে এমন অভিযোগ উঠেছে। এর মধ্যে মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ এবং মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের
২৭ মিনিট আগেদেশের দ্বিতীয় স্থলবন্দর হিসেবে পরিচিত হিলি। এই বন্দর এলাকায় অবস্থিত হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্থলবন্দর ও উপজেলার লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা স্বাস্থ্য কমপ্লেক্সটি। তবে নানা কারণে বরাবরই মুখ থুবড়ে পড়ে আছে এটি। উন্নতমানের অপারেশন থিয়েটার থাকলেও চিকিৎসকের সংকটে আজও চালু হয়নি
৩২ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অবশেষে ১০টি প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রদল, বাম ছাত্রসংগঠন ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব প্যানেল ঘোষণা করা হয়। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না বৈষম্যবিরোধী আন্দোলনের চবির তিন আলোচিত সমন্বয়ক।
৮ ঘণ্টা আগে