Ajker Patrika

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু 

গাজীপুর প্রতিনিধি
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু 

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর এক হাজতির মৃত্যু হয়েছে। আজ শনিবার অসুস্থ অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

মারা যাওয়া হাজতির নাম রতন মিয়া (৪৫)। তাঁর বাড়ি গাজীপুর মহানগরীর টঙ্গী ব্যাংকের মাঠ এলাকায়। তিনি টঙ্গী থানার একটি মাদক মামলায় ওই কারাগারে বন্দী ছিলেন।  

কারাগার সূত্রে জানা যায়, শনিবার সকাল পৌনে আটটার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার- ২ এ বন্দী রতন মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে সকাল সোয়া দশটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম (ভারপ্রাপ্ত) বলেন, রতন মিয়া টঙ্গী পূর্ব থানার একটি মাদক মামলায় গ্রেপ্তারের পর তাঁকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। পরে সেখান থেকে গত ২৩ সেপ্টেম্বর তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আনা হয়। 

মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত