গাজীপুরের শ্রীপুরে শিক্ষার্থীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর অভিভাবকের দেওয়া এক অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের মিটিং শেষে এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।
প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় প্রতিনিয়ত কুপ্রস্তাব দিয়ে আসছিলেন অভিযুক্ত শিক্ষক রুহুল আমিন। এর পরই বিষয়টি সঠিক তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের মিটিং শেষে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে চিঠি দেওয়া হয়েছে।’
সাময়িক বরখাস্ত হয়েছেন নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের ল্যাব সহকারী শিক্ষক রুহুল আমিন। তিনি উপজেলার নিজমাওনা গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত শিক্ষক রুহুল আমিন আমার মেয়েকে প্রাইভেট পড়ানোর সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি আমার মেয়ে আমার স্ত্রীকে জানায়। এর পরও আমার মেয়েকে বুঝিয়ে পুনরায় প্রাইভেট পড়তে পাঠাই। কিন্তু ওই শিক্ষক তাঁর অবস্থান পরিবর্তন না করে পূর্বের আচার-আচরণ করতে থাকে। এরপর বিষয়টি আমাকে জানালে গত ২৫ মার্চ নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দায়ের করি।’
ওই শিক্ষার্থীর বাবা আরও বলেন, ‘শুধু আমার মেয়ের সঙ্গে নয়, ওই শিক্ষক অনেক ছাত্রীর সঙ্গে এ রকম খারাপ আচার-আচরণ করত।’
নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মানিক মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিতে নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের একজন অভিভাবক সদস্য, একজন শিক্ষক প্রতিনিধি ও পার্শ্ববর্তী গাজীপুর উচ্চ বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক ছিলেন। এরপর দীর্ঘ তদন্ত শেষে তাঁরা অভিযোগের সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
গাজীপুরের শ্রীপুরে শিক্ষার্থীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর অভিভাবকের দেওয়া এক অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের মিটিং শেষে এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।
প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় প্রতিনিয়ত কুপ্রস্তাব দিয়ে আসছিলেন অভিযুক্ত শিক্ষক রুহুল আমিন। এর পরই বিষয়টি সঠিক তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের মিটিং শেষে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে চিঠি দেওয়া হয়েছে।’
সাময়িক বরখাস্ত হয়েছেন নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের ল্যাব সহকারী শিক্ষক রুহুল আমিন। তিনি উপজেলার নিজমাওনা গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত শিক্ষক রুহুল আমিন আমার মেয়েকে প্রাইভেট পড়ানোর সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি আমার মেয়ে আমার স্ত্রীকে জানায়। এর পরও আমার মেয়েকে বুঝিয়ে পুনরায় প্রাইভেট পড়তে পাঠাই। কিন্তু ওই শিক্ষক তাঁর অবস্থান পরিবর্তন না করে পূর্বের আচার-আচরণ করতে থাকে। এরপর বিষয়টি আমাকে জানালে গত ২৫ মার্চ নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দায়ের করি।’
ওই শিক্ষার্থীর বাবা আরও বলেন, ‘শুধু আমার মেয়ের সঙ্গে নয়, ওই শিক্ষক অনেক ছাত্রীর সঙ্গে এ রকম খারাপ আচার-আচরণ করত।’
নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মানিক মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিতে নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের একজন অভিভাবক সদস্য, একজন শিক্ষক প্রতিনিধি ও পার্শ্ববর্তী গাজীপুর উচ্চ বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক ছিলেন। এরপর দীর্ঘ তদন্ত শেষে তাঁরা অভিযোগের সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
সকাল সাড়ে ৭টা। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার সামনের আঞ্চলিক সড়ক ধীরে ধীরে ভরে উঠতে থাকে ধান ও সরিষার বস্তায়। আশপাশের চরাঞ্চল থেকে আসা কৃষকেরা নৌকা বা ভ্যানগাড়িতে করে ধান নামাতে থাকেন আর ব্যাপারীরা দরদামে ব্যস্ত। কয়েক ঘণ্টার মধ্যে রাস্তাটি পরিণত হয় বড়সড় হাটে। কেনাবেচা চলে দুপুর পর্যন্ত।
৫ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে সড়ক সংস্কারের ছয়টি প্রকল্পের কাজ পেয়েছেন ঠিকাদার ও আওয়ামী লীগের নেতা অলি আহাম্মেদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব প্রকল্পের মধ্যে পাঁচটিতে বরাদ্দ দেয় ১০ কোটি ৪৭ লাখ ২৯ হাজার টাকা। মোট সড়কের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার।
৫ ঘণ্টা আগেকারও তিনতলা বাড়ি আছে, কেউ চড়ে প্রাইভেট কারে—তবু পেশা দিনমজুর। এভাবে রাজশাহী মহানগরের ৩ নম্বর ওয়ার্ডে বেড়ে গেছে দিনমজুরের সংখ্যা। কথা বলে জানা গেল, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড পেতে এমন চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এতে বঞ্চিত হয়েছে দুস্থরা।
৫ ঘণ্টা আগেগোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় প্রেমানন্দ হালদার (৮০) নামের এক বৃদ্ধ ট্রাকচাপায় নিহত হয়েছেন। তাঁর বাড়ি কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৬ ঘণ্টা আগে