টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যাওয়া সেই নারীর খোঁজ এখনো মেলেনি। গতকাল রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে গিয়েছিলেন তিনি। আজ সোমবার বিকেল গড়িয়ে গেলেও তাঁকে খুঁজে পাননি উদ্ধারকর্মীরা।
নিখোঁজ ওই নারীর নাম ফারিয়া তাসনিম জ্যোতি (৩২)। তিনি চুয়াডাঙ্গা জেলার বাগানপাড়া থানার মৃত ওলিউল্লাহ আহম্মেদের মেয়ে। জ্যোতি রাজধানীর মিরপুরে পরিবার নিয়ে বাস করতেন। তিনি একটি ‘মনি ট্রেড ইন্টারন্যাশনাল হেলথ’ নামে কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন।
জানা গেছে, গতকাল রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকনাবিহীন ম্যানহোলে পরে যান ওই জ্যোতি। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসে খবর পাঠান তাঁরা। টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিটের আপৎকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধারে প্রচেষ্টা শুরু করেন। তবে মধ্যরাত থেকে আজ সকাল ৯টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম বন্ধ রাখে ফায়ার সার্ভিস। পরে ফের উদ্ধার কার্যক্রম শুরু হয়।
জ্যোতির বড় ভাই আক্তারুজ্জামান শোভন বলেন, ‘আমার বোন (জ্যোতি) গতকাল থেকে নিখোঁজ। সে টঙ্গীতে বিভিন্ন হাসপাতালের ডাক্তারদের সঙ্গে কথা বলতে এসেছিল। আজ সকালে খোঁজ পেয়ে টঙ্গীতে এসেছি। আমরা জ্যোতির জুতা দেখে নিশ্চিত হয়েছি। ফায়ার সার্ভিসের কর্মীরা জ্যোতিকে উদ্ধারের চেষ্টা করছেন।’
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ম্যানহোলের ভেতর মধ্যরাত পর্যন্ত নিখোঁজ নারীর সন্ধানে তল্লাশি চালায়। দিনভর ভারী বৃষ্টিপাত হওয়ায় ম্যানহোলটি পানিতে ভর্তি হয়ে রয়েছে। দেশের সেরা পাঁচজন ডুবুরি দলের সদস্য উদ্ধারকাজে যোগ দিয়েছেন।
গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (টঙ্গী জোন ১) জহিরুল ইসলাম বলেন, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকনাবিহীন ম্যানহোলটি গাজীপুর সিটি করপোরেশনের নয়। এটি সড়ক ও জনপথ বিভাগের। তবে সড়ক ও জনপথের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে আসেননি। আজ সকাল থেকে ওই নারীকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছেন সিটি করপোরেশনের অর্ধশতাধিক লোক।
সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী (টঙ্গী সড়ক উপবিভাগ) আনোয়ার হোসেন খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।
গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যাওয়া সেই নারীর খোঁজ এখনো মেলেনি। গতকাল রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে গিয়েছিলেন তিনি। আজ সোমবার বিকেল গড়িয়ে গেলেও তাঁকে খুঁজে পাননি উদ্ধারকর্মীরা।
নিখোঁজ ওই নারীর নাম ফারিয়া তাসনিম জ্যোতি (৩২)। তিনি চুয়াডাঙ্গা জেলার বাগানপাড়া থানার মৃত ওলিউল্লাহ আহম্মেদের মেয়ে। জ্যোতি রাজধানীর মিরপুরে পরিবার নিয়ে বাস করতেন। তিনি একটি ‘মনি ট্রেড ইন্টারন্যাশনাল হেলথ’ নামে কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন।
জানা গেছে, গতকাল রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকনাবিহীন ম্যানহোলে পরে যান ওই জ্যোতি। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসে খবর পাঠান তাঁরা। টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিটের আপৎকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধারে প্রচেষ্টা শুরু করেন। তবে মধ্যরাত থেকে আজ সকাল ৯টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম বন্ধ রাখে ফায়ার সার্ভিস। পরে ফের উদ্ধার কার্যক্রম শুরু হয়।
জ্যোতির বড় ভাই আক্তারুজ্জামান শোভন বলেন, ‘আমার বোন (জ্যোতি) গতকাল থেকে নিখোঁজ। সে টঙ্গীতে বিভিন্ন হাসপাতালের ডাক্তারদের সঙ্গে কথা বলতে এসেছিল। আজ সকালে খোঁজ পেয়ে টঙ্গীতে এসেছি। আমরা জ্যোতির জুতা দেখে নিশ্চিত হয়েছি। ফায়ার সার্ভিসের কর্মীরা জ্যোতিকে উদ্ধারের চেষ্টা করছেন।’
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ম্যানহোলের ভেতর মধ্যরাত পর্যন্ত নিখোঁজ নারীর সন্ধানে তল্লাশি চালায়। দিনভর ভারী বৃষ্টিপাত হওয়ায় ম্যানহোলটি পানিতে ভর্তি হয়ে রয়েছে। দেশের সেরা পাঁচজন ডুবুরি দলের সদস্য উদ্ধারকাজে যোগ দিয়েছেন।
গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (টঙ্গী জোন ১) জহিরুল ইসলাম বলেন, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকনাবিহীন ম্যানহোলটি গাজীপুর সিটি করপোরেশনের নয়। এটি সড়ক ও জনপথ বিভাগের। তবে সড়ক ও জনপথের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে আসেননি। আজ সকাল থেকে ওই নারীকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছেন সিটি করপোরেশনের অর্ধশতাধিক লোক।
সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী (টঙ্গী সড়ক উপবিভাগ) আনোয়ার হোসেন খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।
বৃষ্টির কারণে জলাবদ্ধতায় নোয়াখালীর ৯টি উপজেলার ২৯টি সড়কের প্রায় ৪০০ কিলোমিটারের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের কোথাও পিচ ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার খানাখন্দে পানি জমে আছে। এসব পথে যাত্রী ও চালকেরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। এতে দুর্ঘটনাও ঘটছে। চলতি বছরে মে থেকে আগস্ট পর্যন্ত...
২ ঘণ্টা আগেউজানের ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। এতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে। গতকাল বুধবার প্রায় ৮০০ মিটার দীর্ঘ এই বাঁধের অন্তত ৭০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হুমকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর-লালমনিরহাট সড়ক।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
৬ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
৬ ঘণ্টা আগে