গাজীপুর প্রতিনিধি
বেতন বাড়ানোর ঘোষণার পরেও গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, জরুনসহ বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের দ্বারা বিক্ষোভ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া টিয়ার শেলের আঘাতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়। কিন্তু এতে সন্তুষ্ট হননি শ্রমিকেরা। ফলে বুধবার সকাল থেকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, জরুন, বাইমাইলসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন তাঁরা। একপর্যায়ে শ্রমিকেরা বিভিন্ন সড়ক অবরোধ করে কাঠ ও টায়ারে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া বিভিন্ন যানবাহন ভাঙচুরের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
শ্রমিক ও এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, সকাল ৯টার দিকে শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া ও পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময়ে পুলিশ উত্তেজিত শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের ছোড়া টিয়ার শেল ও রাবার বুলেটের আঘাতে অন্তত ১০ জন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে কোনাবাড়ী পপুলার, কোনাবাড়ী ক্লিনিক ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, থানার পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, ‘আন্দোলনকারী শ্রমিকেরা কয়েকটি আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখেন। এ ছাড়া ভাঙচুরের চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। কয়েকজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি।’
তিনি আরও বলেন, বর্তমানে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বেতন বাড়ানোর ঘোষণার পরেও গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, জরুনসহ বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের দ্বারা বিক্ষোভ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া টিয়ার শেলের আঘাতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়। কিন্তু এতে সন্তুষ্ট হননি শ্রমিকেরা। ফলে বুধবার সকাল থেকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, জরুন, বাইমাইলসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন তাঁরা। একপর্যায়ে শ্রমিকেরা বিভিন্ন সড়ক অবরোধ করে কাঠ ও টায়ারে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া বিভিন্ন যানবাহন ভাঙচুরের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
শ্রমিক ও এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, সকাল ৯টার দিকে শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া ও পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময়ে পুলিশ উত্তেজিত শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের ছোড়া টিয়ার শেল ও রাবার বুলেটের আঘাতে অন্তত ১০ জন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে কোনাবাড়ী পপুলার, কোনাবাড়ী ক্লিনিক ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, থানার পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, ‘আন্দোলনকারী শ্রমিকেরা কয়েকটি আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখেন। এ ছাড়া ভাঙচুরের চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। কয়েকজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি।’
তিনি আরও বলেন, বর্তমানে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, গত বুধবার দুপুরে মাদ্রাসায় যাওয়ার পথে ওই শিশুকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখান সাগর মিয়া (২৭)। পরে কৌশলে তাকে ডেমরার করিম কলোনির এক পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
৭ মিনিট আগেপূর্ব সুন্দরবনে ঘুরতে এসে কচিখালী ডিমের চরসংলগ্ন সমুদ্রে গোসলে নেমে মাহিত আব্দুল্লাহ (১৬) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ বোমা মেরে উড়িয়ে দেওয়া, শিক্ষকদের মারধরের হুমকি এবং বহিরাগত ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের অভিযোগ তুলে শহীদ মিনারে আমরণ অনশনে বসেন কলেজের অধ্যক্ষ ড. আতাউর রহমান। তাঁর সঙ্গে বসেন শিক্ষকেরাও। আজ শনিবার বেলা ১টার দিকে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে ব্যানার টানিয়ে অনশনে বসেন
২৪ মিনিট আগেআওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষার চেয়ে লঙ্ঘন বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী বেওয়াচ হোটেলের সম্মেলনকক্ষে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ নিয়ে পরামর্শক সভায় প্রধান অতিথির বক্তব্যে
১ ঘণ্টা আগে