গাজীপুরের শ্রীপুরে খেলতে গিয়ে মাছের খামারে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনেরা জানান, ছোট ভাই পানিতে পড়ে যাওয়ার পর বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু হয়েছে।
মৃত দুই শিশু হলো—ওই গ্রামের আল আমিনের ছেলে মো. তামিম (৭) ও মো. ইসমাঈল হোসেন (৬)।
স্থানীয় বাসিন্দা মো. লিটন মিয়ার স্ত্রী আসমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দুপুর ১টার দিকে পাশের বাড়ি থেকে চাল আনতে যাই। এ সময় মাছের খামারের পানিতে ভাসমান লাশ দেখতে পাই। পরে পাড়ে চাল রেখে ইসমাঈলের মরদেহ তুলে এনে ডাকচিৎকার শুরু করি। এরপর তার স্বজনেরা বড় ভাই তামিমকে খুঁজতে থাকেন।’
দুই শিশুর দাদা আব্দুস সামাদ আজকের পত্রিকাকে বলেন, ‘একজনের লাশ উদ্ধারের পর কয়েকজন পানিতে নেমে অন্যজনকে খুঁজতে থাকি। ৩০ মিনিট পর তামিমের লাশ পাই।’
খামারটিতে ডুবে গত বছরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
মৃত দুই সন্তানের মা ফাতেমা আক্তার বলেন, ‘রোববার সকালে মাদ্রাসা থেকে ফিরে এসে দুই ভাই খেলতে যায়। খেলতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল। মৎস্য খামারের মালিকের অবহেলার কারণে আমার দুই মানিক লাশ হলো।’
খামারের মালিক কিবরিয়া খান আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো মৎস্য খামারেই নিরাপত্তাবেষ্টনী নেই। তারপরও নিরাপত্তাবেষ্টনী দেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা-পুলিশকে বলা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুরের শ্রীপুরে খেলতে গিয়ে মাছের খামারে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনেরা জানান, ছোট ভাই পানিতে পড়ে যাওয়ার পর বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু হয়েছে।
মৃত দুই শিশু হলো—ওই গ্রামের আল আমিনের ছেলে মো. তামিম (৭) ও মো. ইসমাঈল হোসেন (৬)।
স্থানীয় বাসিন্দা মো. লিটন মিয়ার স্ত্রী আসমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দুপুর ১টার দিকে পাশের বাড়ি থেকে চাল আনতে যাই। এ সময় মাছের খামারের পানিতে ভাসমান লাশ দেখতে পাই। পরে পাড়ে চাল রেখে ইসমাঈলের মরদেহ তুলে এনে ডাকচিৎকার শুরু করি। এরপর তার স্বজনেরা বড় ভাই তামিমকে খুঁজতে থাকেন।’
দুই শিশুর দাদা আব্দুস সামাদ আজকের পত্রিকাকে বলেন, ‘একজনের লাশ উদ্ধারের পর কয়েকজন পানিতে নেমে অন্যজনকে খুঁজতে থাকি। ৩০ মিনিট পর তামিমের লাশ পাই।’
খামারটিতে ডুবে গত বছরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
মৃত দুই সন্তানের মা ফাতেমা আক্তার বলেন, ‘রোববার সকালে মাদ্রাসা থেকে ফিরে এসে দুই ভাই খেলতে যায়। খেলতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল। মৎস্য খামারের মালিকের অবহেলার কারণে আমার দুই মানিক লাশ হলো।’
খামারের মালিক কিবরিয়া খান আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো মৎস্য খামারেই নিরাপত্তাবেষ্টনী নেই। তারপরও নিরাপত্তাবেষ্টনী দেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা-পুলিশকে বলা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বরগুনার বামনায় এক অটোরিশাচালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহত ওই চালকের নাম মো. আজিজুল (২২)। তিনি উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের তালেশ্বর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।
১ ঘণ্টা আগেযশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা দিয়ে প্রাইভেট কারে থাকা বাবা-মেয়ে নিহত হয়েছেন। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগেসিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দোকানে ঢুকে পড়লে মোহাম্মদ হাফিজ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের নুরু মিয়ার ছেলে। ঘটনায় আরও একজন আহত হয়েছে।
২ ঘণ্টা আগে