গাজীপুরের শ্রীপুরে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকার মেরামতের সময় গ্যাস ছড়িয়ে অগ্নিকাণ্ডে অন্তঃসত্ত্বা এক নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আজ সোমবার সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজাবাড়ী বাজারের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় এক নারীকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালে চিকিৎসক।
আহতরা হলেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার খারকুলিয়া গ্রামের এমদাদুল হকের স্ত্রী হেলেনা খাতুন (৫৪), লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দইখোয়া গ্রামের সামসুল হকের স্ত্রী হালিমা খাতুন (৪২) ও হালিমা খাতুনের পুত্রবধূ অন্তঃসত্ত্বা রিতা আক্তার (২১)। তাঁরা সবাই স্থানীয় মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া।
প্রত্যক্ষদর্শী সিদ্দিক মিয়া বলেন, সকালে রাজাবাড়ী বাজারের শ্রীপুর সড়কের পাশে এলপিজি বহনকারী একটি ট্যাংকার মেরামতের কাজ করছিলেন কয়েকজন লোক। হঠাৎ আশপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে আগুন জ্বলতে থাকে। এ সময় আশপাশের এলাকায় গ্যাসের সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে।
এ সময় বাড়ির উঠানে মাছ কাটছিলেন কয়েকজন নারী। আগুনে হালিমা আক্তার, হেলেনা ও অন্তঃসত্ত্বা রিতা আক্তারের শরীরে আগুন লাগে। মানুষ আশপাশের আগুন নেভানো কাজে ব্যস্ত থাকার সময় গ্যাস বহনকারী ট্যাংকার নিয়ে পালিয়ে যায়।
বাজারের দোকানি রফিকুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গ্যাস বহনকারী ট্যাংকারটি পাওয়া যায়নি। আগুন লাগার খবরে আশপাশের ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনজন নারী বাড়িতে কাজ করার সময় আগুনে শরীর পুড়ে যায়। তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থা খুবই খারাপ। আগুনে আশপাশের বাঁশঝাড়, ঘরবাড়ি ও গাছগাছালি পুড়ে গেছে। সড়কের পাশের একটি দোকানও পুড়ে গেছে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি (নারী) বিভাগের চিকিৎসক আবু সাঈদ সজিব জানান, তিনজন অগ্নিদগ্ধের মধ্যে হালিমার শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে। তাঁর অবস্থা সংকটময়। তাঁকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকি দুজনের মধ্যে অন্তঃসত্ত্বা নারীর অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, গ্যাস বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকার মেরামতের সময় গ্যাস ছড়িয়ে অগ্নিকাণ্ডে অন্তঃসত্ত্বা এক নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আজ সোমবার সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজাবাড়ী বাজারের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় এক নারীকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালে চিকিৎসক।
আহতরা হলেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার খারকুলিয়া গ্রামের এমদাদুল হকের স্ত্রী হেলেনা খাতুন (৫৪), লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দইখোয়া গ্রামের সামসুল হকের স্ত্রী হালিমা খাতুন (৪২) ও হালিমা খাতুনের পুত্রবধূ অন্তঃসত্ত্বা রিতা আক্তার (২১)। তাঁরা সবাই স্থানীয় মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া।
প্রত্যক্ষদর্শী সিদ্দিক মিয়া বলেন, সকালে রাজাবাড়ী বাজারের শ্রীপুর সড়কের পাশে এলপিজি বহনকারী একটি ট্যাংকার মেরামতের কাজ করছিলেন কয়েকজন লোক। হঠাৎ আশপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে আগুন জ্বলতে থাকে। এ সময় আশপাশের এলাকায় গ্যাসের সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে।
এ সময় বাড়ির উঠানে মাছ কাটছিলেন কয়েকজন নারী। আগুনে হালিমা আক্তার, হেলেনা ও অন্তঃসত্ত্বা রিতা আক্তারের শরীরে আগুন লাগে। মানুষ আশপাশের আগুন নেভানো কাজে ব্যস্ত থাকার সময় গ্যাস বহনকারী ট্যাংকার নিয়ে পালিয়ে যায়।
বাজারের দোকানি রফিকুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গ্যাস বহনকারী ট্যাংকারটি পাওয়া যায়নি। আগুন লাগার খবরে আশপাশের ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনজন নারী বাড়িতে কাজ করার সময় আগুনে শরীর পুড়ে যায়। তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থা খুবই খারাপ। আগুনে আশপাশের বাঁশঝাড়, ঘরবাড়ি ও গাছগাছালি পুড়ে গেছে। সড়কের পাশের একটি দোকানও পুড়ে গেছে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি (নারী) বিভাগের চিকিৎসক আবু সাঈদ সজিব জানান, তিনজন অগ্নিদগ্ধের মধ্যে হালিমার শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে। তাঁর অবস্থা সংকটময়। তাঁকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকি দুজনের মধ্যে অন্তঃসত্ত্বা নারীর অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, গ্যাস বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বর্তমানে সুশাসন, অর্থনীতি ও নীতিগত সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন ও কার্যকর নীতির সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে যুগোপযোগী নীতি প্রণয়ন
৪ মিনিট আগেগত ৫ আগস্ট খুলনায় রেডিও সেন্টার থেকে লুট হওয়া ৪১টি চায়নিজ রাইফেলের তাজা গুলি ও ৪টি চায়নিজ রাইফেলের চার্জারসহ দুজনকে আটক করেছে কেএমপির ডিবি পুলিশ।
৮ মিনিট আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশকে বডিওর্ন ক্যামেরার বিষয়ে করণীয় কিছু নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
১৮ মিনিট আগেসামনে জাতীয় নির্বাচন, একে সামনে রেখে এখন থেকে আপনাকে সারাদেশে অবহেলিত বঞ্চিত নির্যাতিত নেতাকর্মীদের সাথে আলোচনা করে দলকে ঐক্যবদ্ধ করতে হবে, তা না হলে আগামী জাতীয় নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত আমাদেরকে বড় ধরনের মাসুল দিতে হতে পারে। তাই আপনার কাছে একটা বিশেষ অনুরোধ আপনি যত দ্রুত সম্ভব সারা দেশ
৩৫ মিনিট আগে