ফেনী প্রতিনিধি
‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে। অনেক বিষয় আমি জানি’—ফেসবুকে পোস্ট দিয়ে এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। পোস্টে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান।
আজ শুক্রবার দুপুরের দিকে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেওয়া স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এ নিয়ে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করছেন।
মজিবুর রহমান মঞ্জু লেখেন, ‘অনেকেই জানতে চান আমি নির্বাচন করব কি না। তাদের জ্ঞাতার্থে বলছি, হ্যাঁ, ইনশাআল্লাহ আমার পিতৃ ও মাতৃভূমি ফেনী-২ (সদর) আসন থেকে নির্বাচন করব।’
মঞ্জু বলেন, ‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে। অনেক বিষয় আমি জানি। কিন্তু সেটির দুটি দিক আছে। একটা হলো সাময়িক কল্যাণ ও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ। দ্বিতীয়টিকে বলা যায়, কণ্টকময় পথ পাড়ি দিয়ে সাসটেইনেবল অ্যাচিভমেন্ট অর্জন করা।
‘এসব নিয়ে আমার বন্ধুদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে চাই। তবে আজ পবিত্র জুমার দিনে শুধু এতটুকুই জানিয়ে রাখলাম, যদি নির্বাচন হয়, তাহলে প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাআল্লাহ।’
এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের দল নতুন, বিকাশমান। এখনো আমাদের সাংগঠনিক শক্তি তেমন বিস্তৃত নয়। অর্থনৈতিক ভিত বলে কিছু এখনো তৈরিই হয়নি।
‘তাহলে কী হবে? কেউ বলবে—আরে মিয়া, নিশ্চিত আপনি জামানত হারাবেন। কেউ কেউ বলবে, এমপি দূরের কথা, আগে মেম্বার হইতে পারো কি না দেখো। হয়তো অল্পসংখ্যক লোক বলবে, কোনো সমস্যা নাই, সাফল্য রাতারাতি এক দিনে আসে না। আপনি অটল থাকুন, এগিয়ে যান। যেকোনো নতুন কিছু শূন্য থেকেই শুরু করতে হয়।’
মজিবুর রহমান বলেন, ‘সমালোচনা ও উৎসাহ দুটোই জীবনের গুরুত্বপূর্ণ অংশ। দুটোর সমন্বয় ও ভারসাম্য নিয়ে ধীরে ধীরে অগ্রসর হলে আজকে যে ক্ষুদ্র, কাল সে বৃহৎ পরিসরে ডানা মেলতে পারবে।
‘আমরা যখন নতুন রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করি, তখন প্রবল বিরোধিতা ও প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছিল। খুব অল্পসংখ্যক মানুষ কাঁধে হাত রেখে বলেছিল, পৃথিবীতে বেশির ভাগ উদ্যোগই অল্প দিয়ে শুরু হয়েছে, সো ডোন্ট বি আপসেট, গো অ্যাহেড।’
উল্লেখ্য, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জুসহ জামায়াতের বেশ কিছু নেতা দল ত্যাগ করে আমার বাংলাদেশ (এবি) পার্টি প্রতিষ্ঠা করেন। ২০২৪ সালের নির্বাচনের আগে দলটি নিবন্ধনের আবেদন করে। কিন্তু শেষ পর্যন্ত নিবন্ধন না পাওয়ায় আদালতের দ্বারস্থ হয়। ওই বছরের ১৯ আগস্ট হাইকোর্টের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে দলটিকে নিবন্ধন দেওয়া হয়।
‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে। অনেক বিষয় আমি জানি’—ফেসবুকে পোস্ট দিয়ে এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। পোস্টে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান।
আজ শুক্রবার দুপুরের দিকে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেওয়া স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এ নিয়ে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করছেন।
মজিবুর রহমান মঞ্জু লেখেন, ‘অনেকেই জানতে চান আমি নির্বাচন করব কি না। তাদের জ্ঞাতার্থে বলছি, হ্যাঁ, ইনশাআল্লাহ আমার পিতৃ ও মাতৃভূমি ফেনী-২ (সদর) আসন থেকে নির্বাচন করব।’
মঞ্জু বলেন, ‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে। অনেক বিষয় আমি জানি। কিন্তু সেটির দুটি দিক আছে। একটা হলো সাময়িক কল্যাণ ও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ। দ্বিতীয়টিকে বলা যায়, কণ্টকময় পথ পাড়ি দিয়ে সাসটেইনেবল অ্যাচিভমেন্ট অর্জন করা।
‘এসব নিয়ে আমার বন্ধুদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে চাই। তবে আজ পবিত্র জুমার দিনে শুধু এতটুকুই জানিয়ে রাখলাম, যদি নির্বাচন হয়, তাহলে প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাআল্লাহ।’
এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের দল নতুন, বিকাশমান। এখনো আমাদের সাংগঠনিক শক্তি তেমন বিস্তৃত নয়। অর্থনৈতিক ভিত বলে কিছু এখনো তৈরিই হয়নি।
‘তাহলে কী হবে? কেউ বলবে—আরে মিয়া, নিশ্চিত আপনি জামানত হারাবেন। কেউ কেউ বলবে, এমপি দূরের কথা, আগে মেম্বার হইতে পারো কি না দেখো। হয়তো অল্পসংখ্যক লোক বলবে, কোনো সমস্যা নাই, সাফল্য রাতারাতি এক দিনে আসে না। আপনি অটল থাকুন, এগিয়ে যান। যেকোনো নতুন কিছু শূন্য থেকেই শুরু করতে হয়।’
মজিবুর রহমান বলেন, ‘সমালোচনা ও উৎসাহ দুটোই জীবনের গুরুত্বপূর্ণ অংশ। দুটোর সমন্বয় ও ভারসাম্য নিয়ে ধীরে ধীরে অগ্রসর হলে আজকে যে ক্ষুদ্র, কাল সে বৃহৎ পরিসরে ডানা মেলতে পারবে।
‘আমরা যখন নতুন রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করি, তখন প্রবল বিরোধিতা ও প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছিল। খুব অল্পসংখ্যক মানুষ কাঁধে হাত রেখে বলেছিল, পৃথিবীতে বেশির ভাগ উদ্যোগই অল্প দিয়ে শুরু হয়েছে, সো ডোন্ট বি আপসেট, গো অ্যাহেড।’
উল্লেখ্য, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জুসহ জামায়াতের বেশ কিছু নেতা দল ত্যাগ করে আমার বাংলাদেশ (এবি) পার্টি প্রতিষ্ঠা করেন। ২০২৪ সালের নির্বাচনের আগে দলটি নিবন্ধনের আবেদন করে। কিন্তু শেষ পর্যন্ত নিবন্ধন না পাওয়ায় আদালতের দ্বারস্থ হয়। ওই বছরের ১৯ আগস্ট হাইকোর্টের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে দলটিকে নিবন্ধন দেওয়া হয়।
কক্সবাজারের চকরিয়া পৌর শহরে সড়ক থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতামুহুরী ব্রিজের অ্যাপ্রোচ সড়ক থেকে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
১ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলায় এক যুবদল নেতা তাঁর লোকজন নিয়ে সাড়ে পাঁচ একর আমন ধানের জমিতে তাণ্ডব চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেযশোরের মনিরামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই সভা চলে। এদিকে হাসপাতালের বহির্বিভাগে সকাল থেকে দুপুর পর্যন্ত দূরদূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসাসেবা না পেয়ে ভোগান্তিতে
১৩ মিনিট আগেজামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের ছবি ব্যবহার করে বিভিন্ন নামে ফেসবুক আইডি খুলে মনগড়া তথ্য দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউএনওর পক্ষে ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
১৯ মিনিট আগে