ফেনী প্রতিনিধি
ফেনীর পরশুরামে ঘুষ নেওয়া হচ্ছে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার (ভাইরাল) পর এক উপপরিদর্শককে (এসআই) ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। গতকাল বুধবার (২ জুলাই) রাতে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এর আগে ওই দিনই ভিডিওটি ছড়িয়ে পড়ে।
প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম।
ওসি বলেন, ‘ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রাথমিকভাবে তাঁকে ক্লোজড করে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জানা গেছে, ছড়িয়ে পড়া ভিডিওর ঘটনাটি উপজেলার দক্ষিণ কোলাপাড়া এলাকার প্রাণিসম্পদ হাসপাতালের পাশে আবদুস সাত্তার নামে এক ব্যক্তির বাড়ির। সম্প্রতি এ ঘটনা ঘটে। জমিসংক্রান্ত বিরোধে থানায় অভিযোগ করার পর এসআই ছৈয়দ তা তদন্তে যান। অভিযোগ রয়েছে, এ সময় তিনি অভিযোগকারীর কাছ থেকে অর্থ গ্রহণ করেন, যার দৃশ্য ধরা পড়ে বাড়ির সিসি ক্যামেরায়।
ভিডিওতে দেখা যায়, অভিযোগকারী আবদুস সাত্তার পুলিশ কর্মকর্তার হাতে টাকা তুলে দিচ্ছেন। এসআই তা নিয়ে হাতে গুনে দেখছেন।
তবে এসআই আবু ছৈয়দের দাবি, তিনি কোনো অর্থ গ্রহণ করেননি। তিনি বলেন, ‘আমি তাঁর বাড়িতে আগেও গিয়েছি। জানি সেখানে সিসি ক্যামেরা রয়েছে। অভিযোগকারী চা-নাশতার জন্য টাকা দিতে চাইলে আমি পকেট থেকে নিজের টাকা বের করে বলেছি, আমার কাছে আছে, তোমারটা লাগবে না। ভিডিওটি খতিয়ে দেখলে বিষয়টি পরিষ্কার হবে।’
ঘটনার বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও অভিযোগকারী আবদুস সাত্তার ফোন না ধরায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ফেনীর পরশুরামে ঘুষ নেওয়া হচ্ছে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার (ভাইরাল) পর এক উপপরিদর্শককে (এসআই) ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। গতকাল বুধবার (২ জুলাই) রাতে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এর আগে ওই দিনই ভিডিওটি ছড়িয়ে পড়ে।
প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম।
ওসি বলেন, ‘ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রাথমিকভাবে তাঁকে ক্লোজড করে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জানা গেছে, ছড়িয়ে পড়া ভিডিওর ঘটনাটি উপজেলার দক্ষিণ কোলাপাড়া এলাকার প্রাণিসম্পদ হাসপাতালের পাশে আবদুস সাত্তার নামে এক ব্যক্তির বাড়ির। সম্প্রতি এ ঘটনা ঘটে। জমিসংক্রান্ত বিরোধে থানায় অভিযোগ করার পর এসআই ছৈয়দ তা তদন্তে যান। অভিযোগ রয়েছে, এ সময় তিনি অভিযোগকারীর কাছ থেকে অর্থ গ্রহণ করেন, যার দৃশ্য ধরা পড়ে বাড়ির সিসি ক্যামেরায়।
ভিডিওতে দেখা যায়, অভিযোগকারী আবদুস সাত্তার পুলিশ কর্মকর্তার হাতে টাকা তুলে দিচ্ছেন। এসআই তা নিয়ে হাতে গুনে দেখছেন।
তবে এসআই আবু ছৈয়দের দাবি, তিনি কোনো অর্থ গ্রহণ করেননি। তিনি বলেন, ‘আমি তাঁর বাড়িতে আগেও গিয়েছি। জানি সেখানে সিসি ক্যামেরা রয়েছে। অভিযোগকারী চা-নাশতার জন্য টাকা দিতে চাইলে আমি পকেট থেকে নিজের টাকা বের করে বলেছি, আমার কাছে আছে, তোমারটা লাগবে না। ভিডিওটি খতিয়ে দেখলে বিষয়টি পরিষ্কার হবে।’
ঘটনার বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও অভিযোগকারী আবদুস সাত্তার ফোন না ধরায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
কক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
২৪ মিনিট আগেরাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগেচাঁদপুর পৌর কবরস্থানে দাফনের জন্য জীবিত নবজাতক রেখে যাওয়া এবং পরে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হন শহরের তালতলায় দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক হোসেন গাজী (৪৫)। এই ঘটনায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে ভর্তি থাকা রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে অন্য স্থানে সেবার ব্যবস্থা করার
২ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অপহরণের শিকার নারীকে উদ্ধার করতে গিয়ে অস্ত্র-গুলিসহ রমজান আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণের শিকার নারীকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে